Sunday, December 10, 2023
Homeলাইফ স্টাইলটিপসSilver jewlery রুপোর অলংকার পছন্দ? ভাগ্যকে উজ্জ্বল করতে ব্যবহারের আগে লক্ষ্য রাখুন...

Silver jewlery রুপোর অলংকার পছন্দ? ভাগ্যকে উজ্জ্বল করতে ব্যবহারের আগে লক্ষ্য রাখুন এই বিষয়গুলি।

Silver jewlery গয়না বলতে সাধারণত সোনা বা রূপকেই বলা হয়। সোনা ও রুপো দিয়ে বানানো গয়নাই সাধারণত ব্যবহৃত হয়। প্রাচীন মিশরে সোনা ও রুপোর গয়না পরার প্রচলন শুরু হয়। তবে রুপোর গয়না মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। অনেকেই হয়তো জানেন না সোনার তুলনায় রূপোর উপকারিতা অনেক বেশি অন্তত এমনটাই দাবি জ্যোতিষ শাস্ত্রের। বিশ্বাস করা হয়, রুপোর গয়না বা এই ধাতুর প্রতিকার মেনে চললে ভাগ্য উজ্জ্বল হয়। জীবন হয় সমৃদ্ধিশালি। এরজন্য কী কী ব্যবস্থা করতে হবে তা জেনে নিন…

স্বাস্থ্যের জন্য উপকারী:- সিলভার শরীরের জলের উপাদান ও কফ নিয়ন্ত্রণে সহায়ক। গবেষণায় দেখা গিয়েছে, রুপোর গ্লাসে জল পান করলে ঠাণ্ডা ও ফ্লুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রুপোর চামচে মধু খেলে শরীর টক্সিন মুক্ত হয়। এরফলে ত্বক হয় উজ্জ্বল।

শুক্রকে শক্তিশালী করে:- রুপোর ব্যবহারে শারীরিক উপকারও পাওয়া যায়। রুপো মনকে শান্তি করতে দারুন কার্যকর। শুক্র রুপো দ্বারা শক্তিশালী হয়, পাশাপাশি চন্দ্রের সমস্যাগুলিকেও দ্রুত সমাধান করে। যাদের মানসিক সমস্যা রয়েছে, তাদের রুপোর ব্যবহার করা উচিত।

Silver jewlery রুপোর অলংকার পছন্দ? ভাগ্যকে উজ্জ্বল করতে ব্যবহারের আগে লক্ষ্য রাখুন এই বিষয়গুলি।

Astrology গঠিত হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’! এই সময় কোন কাজ ভুলেও করবেন না, জেনে নিন।

Chanakya Neeti বাড়িতে এই ধরনের মানুষ থাকা মানে মৃত্যুর সম্মুখীন, সময় থাকতে চিনে নিয়ে দূরত্ব বজায় রাখুন।

সমৃদ্ধি ফিরে আসে:- রুপোকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ ধাতু বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, যে বাড়িতে রুপোর অলঙ্কার, মুদ্রা, মূর্তি ও বাসনপত্র ইত্যাদি থাকে, সেই বাড়িতে সুখ, বৈভব ও সমৃদ্ধি বজায় থাকে। ঘরের জন্য বা পুজোর জন্য পিতল, তামা ও রুপার বাসন ব্যবহার করা হয়।

যেসব জিনিস মাথায় রাখতে হবে:- যে কোনও জিনিস যত বেশি খাঁটি তা ততটাই কার্যকর রূপের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। রুপো যত খাঁটি হবে, তার উপকারিতা তত বেশি। রুপোর পাত্র সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন।

যেসব রাশির জন্য রুপোর ব্যবহার শুভ:- রুপোর তৈরি জিনিস যে কোন মানুষই ব্যবহার করতে পারেন। তবে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জন্য রুপো ব্যবহার করা উত্তম বলে মনে করা হয়। মেষ, সিংহ ও ধনু রাশির জন্য রুপোকে খুব একটা ভালো মনে করা হয় না।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments