বর্তমান সময়ে মেকআপ আর্টিস্ট নামক শব্দটি সঙ্গে আমরা প্রত্যেকেই প্রায় পরিচিত। যে কোন অনুষ্ঠানে নিজেকে একটু অন্যরকম করে সাজানোর জন্য বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট এর সাহায্য নিয়ে থাকি। আর এখন তো বিয়ের জন্য ব্রাইডাল কনসেপ্টটা দারুণভাবে চলছে। বিয়ের দিন মেয়েদের কাছে একটি বিশেষ দিন আগাগোড়াই। তবে বর্তমান প্রজন্ম ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে একটু বেশি উৎসাহী। কেশ সজ্জা, চন্দন থেকে শাড়ি পড়ানোর ধরন সবেতেই এসেছে বৈচিত্র্যের ছোঁয়া। রীতিমতো এক্সপেরিমেন্ট চলছে এই কাজগুলি কে নিয়ে। বিয়ের দিনে মেকআপ আর্টিস্ট এর হাতের জাদুতে প্রত্যেক কন্যাই হয়ে ওঠে অন্যন্যা।
বিয়ে ছাড়াও ফ্যাশন শো, সিরিয়াল, সিনেমা জগতে মেকআপ একটি গুররুত্বপূর্ণ অংশ।
ইন্টারনেট, ইউ টিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থ্রী ডি মেকআপ, এইচ ডি মেকআপ এয়ার ব্রাশ নিয়ে চলছে প্রচুর বিজ্ঞাপন। যা মানুষ কে আকৃষ্ট করছে বহুভাবে। যদিও নাম জানলেও অনেক মানুষের এই মেকআপ গুলো সন্মন্ধে স্পষ্ট ধারণার অভাব।
Air Brush :
মেকআপ করতে হলে ত্বক হতে হবে একদম মসৃন, ফ্লো – লেস।
3D Makeup :
থ্রী ডি মেকআপ এর মাধ্যমেই মুখের বিশেষ অংশ গুলিকে হাই লাইট করা হয়ে থাকে, যাতে একটা শার্প কুল লুকস দেওয়া যায়।
HD Makeup :
এইচ ডি মেকআপ এর অর্থ হলো হাই ডেফিনেশন মেকআপ। এই মেকআপ করে মুখের ত্রুটি, দাগ, গর্ত, ব্রণ, স্কিনের যেকোনো সমস্যা কে ঢাকা বা মুখের আদল বদলানোর জন্য করা হয়।
Contouring :
কন্টুরিং কথাটা এখন খুবই প্রচলিত। এটির মাধ্যমে চোখের নানান শেপ ডিপ, ক্লোস, হোয়াইড সেড, বালজ আউট, স্লিট আই, ডিপ সেট লিভ যার কোনটাই পারফেক্ট চোখ নয়, এছাড়াও গালে কপালে চোয়ালের এবং নাকের শেফ নিখুঁত এমন সবকিছু একসঙ্গে পাওয়া, একটি মুখের মধ্যে কখনোই সম্ভব নয়। এই কন্টুরিং সেট দিয়ে যতটা সম্ভব মুখমন্ডল পারফেক্ট শেপে আনার চেষ্টা করা হয়।
- সদ্যজাত বাচ্চাকে চুমু খাওয়া ঠিক নয়
- ঝকঝকে ও সুস্থ্য সুন্দর দাঁতের জন্য ঘরোয়া টিপস
- তৈমুর ও ইনাইয়ার হোলি খেলার ছবি শেয়ার করতেই কমেন্টের ঝাড় সোশ্যাল মিডিয়ায়
- এই একটি সংখ্যা ব্যবসায় শ্রীবৃদ্ধি আনবে
- সম্পর্ক দুটো শারীরের মধ্যে নয়, বরং মনের সাথে মনের
- চাউমিনের পায়েস
- রাঙা আলুর ভাজা পিঠে
- টেস্টি ডায়েট প্লান
- অরিজিৎ সিংহ এর নতুন অধ্যায়