খবর দবর:- Indian Cricketer Shikhar Dhawan ক্যাপ্টেন কুল’ মানেই যে মহেন্দ্র সিং ধোনি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।ভারতের অন্যতম সফল অধিনায়ক মাহি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঠিকই জনপ্রিয়তা আজও তুঙ্গে। আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা তো রয়েছেই, তাঁদের পাশাপাশি প্রতিপক্ষ দলের তরুণ ক্রিকেটাররা সুযোগ পেলেই মাহির পাঠশালায় পাঠ নিতে ছুটে আসেন। ঠাণ্ডা মস্তিস্কের ধোনিকে মাঝেমধ্যে রাগতেও দেখেছেন তাঁর সতীর্থরা। পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান সম্প্রতি জানিয়েছেন, জাতীয় দলে খেলার সময় তিনিও ক্যাপ্টেন কুলের রাগের সাক্ষী থেকেছেন। শিখর ধাওয়ান জানান, মাঠ হোক বা মাঠের বাইরে মাহি সবসময় শান্ত থাকার চেষ্টা করেন।
সবসময় রিল্যাক্সড থাকেন। ধোনি মানুষটা এককথায় অমূল্য। একইসঙ্গে আমি কিন্তু মাহিভাইয়ের রাগও দেখেছি। ওর চোখে সেই রাগটা ফুটে ওঠে। তবে ও নিজের রাগকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে জানে। সেটাও আমি কাছ থেকে দেখেছি। আর এটাই আমাকে ভীষণ আকর্ষণ করে। তিনি জানেন কীভাবে সঠিক জায়গায় শক্তি ব্যয় করতে হয়। অনেক সময় এমনও হয় যে, মাহিভাই মুখ ফুটে কিছু না বললেও সেটা বাকিরা কিন্তু সহজেই বুঝে যায়। মাহি ভাইয়ের ক্যাপ্টেন্সিতে অনেকগুলো বছর খেলার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। মাহির পরিবারের প্রশংসাও শোনা যায় ধাওয়ানের গলায়। তিনি বলেন, ওর পরিবারও ভীষণ সাধারণ। সকলের সঙ্গে খুব সহজেই মিলেমিশে যেতে পারে। চাপের পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায় তা আমি মাহি ভাইয়ের কাছ থেকেই শিখেছি।
Indian Cricketer Shikhar Dhawan ধোনির চোখে রাগও দেখেছি’, ক্যাপ্টেন কুলের মেজাজের সাক্ষী ধাওয়ান।
JioCinema-র ধামাকা উপহার, এবার দর্শকদের জন্য আসছে Warner Bros, HBO-র সব কনটেন্ট।
MORE NEWS – গাইতে গিয়ে মঞ্চে মাতলামি! গায়ক নোবেলকে জুতো ছুড়ে মারল দর্শক।
কোনও না কোনও কারণে তাঁকে হামেশাই খবরের শিরোনামে উঠে আসছেন বাংলাদেশি গায়ক নোবেল। ফের বিতর্কের কেন্দ্রে তিনি। ২৭ এপ্রিল বাংলাদেশের একটি কলেজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল। কুড়ি গ্রাম ফুলবাড়ি কলেজের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। অনুষ্ঠানে গান গাইবেন এটাই স্বাভাবিক ছিল। গাইতেও ওঠেন। তারপরই বাঁধে গোল। মঞ্চে উঠে গান গাওয়ার সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। CONTINUE READING