খবর দবর:- IPL 2023 KKR একেবারে জমজমাটি আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখেন পয়েন্ট টেবলের দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৩৬টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা লেগে রয়েছে। বুধবার ছিল ঘরের মাঠে আরসিবির ম্যাচ। প্রতিপক্ষ কেকেআর। চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়ে লিগ টেবলে নজরকাড়া উন্নতি নাইটদের। আজ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ। তার আগে এক ঝলকে দেখে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে-
১. ১৬তম আইপিএলের ৩৬টি ম্যাচের পর পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জয়। আপাতত সিএসকের পয়েন্ট ১০। নেট রান রেট +০.৬৬২। আজ সিএসকের ম্যাচ রয়েছে।
২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলে ৫টি জয়। ২টি হার। হার্দিক পান্ডিয়ার টাইটান্সদের নেট রান রেট +০.৫৮০। ১০ পয়েন্ট রয়েছে তাদের।
৩. পয়েন্ট টেবলে ৩ নম্বরে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৪টিতে জয় ও ৩টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৮৪৪। পয়েন্ট ৮। সিএসকের বিরুদ্ধে আজ ঘরের মাঠে রাজস্থান।
৪. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের চতুর্থ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত ৭টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ৩টিতে হার হয়েছে সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। পয়েন্ট ৮।
৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এই আইপিএলে ৮টি ম্যাচে খেলেছে। তাতে ৪টি জয় ও ৪টি হার হয়েছে বিরাট কোহলিদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.১৩৯। মোট পয়েন্ট ৮।
৬. এর পরের নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৪টিতে জয় ও ৩টি হার। পয়েন্ট হয়েছে ৮। নেট রান রেট -০.১৬২।
IPL 2023 KKR বিরাটের আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলে তাক লাগানো উন্নতি নাইটদের।
West Bengal Axis bank DSA job 2023: পরীক্ষা ছাড়াই Axis ব্যাংকে প্রচুর নিয়োগ চলছে
৭. আরসিবিকে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবলের সাত নম্বরে জায়গা করে নিয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ৩টি জয় ও ৫টিতে হারের মুখ দেখতে হয়েছে কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.০২৭। পয়েন্ট ৬।
৮. পয়েন্ট টেবলের ৮ নম্বরে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলেছে। এরমধ্যে ৩টি জয় ও ৪টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৬২০। পয়েন্ট ৬
৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এই আইপিএলে এখনও পর্যন্ত ৭টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ৫টি হার। পয়েন্ট হয়েছে ৪। হায়দরাবাদের নেট রান রেট -০.৭২৫।
১০. ডেভিড ওয়ার্নারের দলের এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২টি জয় ও ৫টি হার হয়েছে। লিগ টেবলের সবচেয়ে নীচেই রয়েছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৯৬১। আর পয়েন্ট হয়েছে ৪।