Monday, May 29, 2023
HomeখেলাধুলাIPL 2023 Purple Cup রশিদ না বরুণ, আজ পার্পল ক্যাপ কার দখলে...

IPL 2023 Purple Cup রশিদ না বরুণ, আজ পার্পল ক্যাপ কার দখলে ?

খবর দবর:- IPL 2023 Purple Cup শনিবার জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর গুজরাট টাইটান্স। দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। এমনিতেই পার্পল ক্যাপের তালিকায় ওঠানামা লেগে রয়েছে। এদিন ফের বদলের সম্ভাবনা। তালিকার প্রথম পাঁচের মধ্যে রয়েছেন গুজরাট টাইটান্সের রশিদ খান এবং কেকেআরের বরুণ চক্রবর্তী। রশিদের উইকেট সংখ্যা ১৪। বরুণের ১৩। এদিন ইডেন গার্ডেন্সে দুই স্পিনারের মধ্যে চলবে পার্পল ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াই। মহম্মদ সিরাজের মাথা থেকে বেগুনি টুপি কাড়বেন কে? রশিদ নাকি বরুণ? তা দেখতে মুখিয়ে রয়েছে সবাই। জেনে নিন কোন কোন প্লেয়ার রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে।

১. পার্পল ক্যাপের দৌড়ে এক নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ। এখনও পর্যন্ত ১৬তম আইপিএলে ৮টি ম্যাচে খেলেছেন তিনি। ৩২ ওভারে ২৩৪ রান তুলে ১৪টি উইকেট ছিনিয়ে নিয়েছেন সিরাজ।

২. দ্বিতীয় স্থানে গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। এই আইপিএলে তিনি এখনও পর্যন্ত ৭টি ম্যাচে ২৪ ওভার বল করে ২২৬ রান করেছেন। ছিনিয়েছেন ১৪টি উইকেট।

৩. পঞ্জাব কিংসের অর্শদীপ সিং রয়েছেন তিন নম্বরে। ১৪টি উইকেট নিয়ে ৮ ম্যাচে ২৯ ওভারে ২৫৪ রান সংগ্রহ করেছেন এই তরুণ পেসার।

৪. চেন্নাইয়ের ডানহাতি পেসার তুষার দেশপান্ডের উইকেট সংখ্যা ১৪। ২৯.২ ওভারে ৩২০ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন তিনি।

৫. তালিকায় এর পরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৮ ম্যাচে ২৯.৪ ওভার বল করে ২৩৯ রানে ১৩টি উইকেট রয়েছে তার দখলে।

IPL 2023 Purple Cup রশিদ না বরুণ,আজ পার্পল ক্যাপ কার দখলে?

Tolly News মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে স্বস্ত্রীক টলি অভিনেতা সপ্তর্ষি, অল্পের জন্য রক্ষা পেলেন।

৬. বেগুনি টুপি দখলের লড়াইয়ে ছয়ে নেমে গিয়েছেন গত বারের আইপিএল রানার্স দলের সদস্য যুজবেন্দ্র চাহাল।

গত আইপিএলে পার্পল ক্যাপ পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। এ বার এখনও পর্যন্ত ৮ ম্যাচে ২৮ ওভার বল করে ২২৬ রানে ১২ টি উইকেট নিয়েছেন চাহাল।

৭. পার্পল ক্যাপের দৌড়ে সাত নম্বরে উঠে এসেছে পীয়ুষ চাওলার নাম। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৭টি ম্যাচে ২৭ ওভারে ১৯২ রান দিয়ে ১১টি উইকেট দখলে রয়েছে তাঁর।

৮. আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়েছিলেন অশ্বিন। তাঁর উইকেট সংখ্যা ১১।

৯. তালিকা নম্বরে রয়েছেন সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২৪ ওভার বল করে ১৭৬ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

১০. পার্পল ক্যাপের দৌড়ে দশ নম্বরে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড। ৪টি ম্যাচে ১৬ ওভার বল ১৩০ রান দিয়েছেন। উইকেট সংখ্যা ১১টি।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments