শান্তি রায় চৌধুরী : ২০২২ সালটা স্বপ্নের মতো কাটালেন লিওনেল মেসি (Lionel Messi) । এ বছরই ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। এই সাফল্যের মাঝে ২০২০এ পেলেন আরো একটি সাফল্য। গত বছরের সর্বোচ্চ আয়ের দিক দিয়েও শীর্ষে উঠে এসেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা। যেখানে তিনি পিছনে ফেলে দিয়েছেন আমেরিকার বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
আমেরিকার ব্যবসা সাময়ীকি ফোর্বস ২০২২ সেরা সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।
যেখানে তিন বছর পর আবারও তালিকার শীর্ষে উঠে এসেছেন পিএসজির বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি (Lionel Messi) । রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার গত বছর আয় করেছেন ১৩ কোটি ডলার।
দুইয়ে লস অ্যাঞ্জেলেস লেকার্সে খেলা বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তাঁর আয় গত বছর ছিল ১২ কোটি ১২ লাখ ডলার।
আর তিনে থাকা রোনাল্ডো আয় করেছেন ১১ কোটি ৫০ লাখ ডলার।
আরও পড়ুন –
- শনি ও রাহুর একসাথে? রাজা না ভিখারী, আলোচনায় শ্রী বিভাস শাস্ত্রী
- এই বিশেষ রেখাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- তুলসী পাতার এই টোটকা মুক্তি দেবে অনেক সমস্যা থেকে
- রোজ ডিম খাচ্ছেন ? অজান্তেই ডেকে আনছেন শরীরে বিভিন্ন রোগ
-
২৬ আগষ্ট রডা অস্ত্র লুন্ঠনের ১০৯ তম বর্ষপূর্তি পালনে প্রস্তুতি তুঙ্গে
- ভগবান শ্রী বিষ্ণু এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন কেন জানেন ?
- ‘অন্য রকম কাহিনী’ – কলমে অলিভিয়া দে মোদক