Monday, May 29, 2023
Homeআজানা কথাMukesh Ambani জীবনে সাফল্য পেতে আজই বাড়িতে লাগান এই গাছ, রয়েছে মুকেশ...

Mukesh Ambani জীবনে সাফল্য পেতে আজই বাড়িতে লাগান এই গাছ, রয়েছে মুকেশ অম্বানীর বাড়িতেও।

খবর দবর:- Mukesh Ambani রিবারের সুখ শান্তি বজায় রাখতে মানুষ কত চেষ্টাই না করেন। কেউ বাস্তুশাস্ত্র মানেন কেউ জ্যোতিষী আবার কেউবা যুগ যুগ ধরে চলে আসা প্রচলিত কিছু ঘরোয়া উপায় অবলম্বন করেন। হিন্দুদের ঘরে তুলসী গাছ সবচেয়ে বেশি দেখা যায়। হিন্দুধর্মে তুলসী গাছের গুরত্ব ও মাহাত্ম্য বর্ণিতও রয়েছে। তবে বাস্তু ও জ্যোতিষ মতে, ঘরের পরিবেশ সুন্দর রাখতে আরও নানাধরনের গাছও লাগানো হয়। প্রতিটি গাছ ও গাছের নিজস্ব গুরুত্ব রয়েছে। সেইরকমই একটি গাছ হল ময়ূরপঙ্খী। এই গাছ ঘরের মধ্যে পজিটিভিটি বজায় রাখে। বাস্তুশাস্ত্রে, এই চিরসবুজ গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

এই গাছের পাতা ময়ূরের পালকের মতো দেখতে হওয়ায় একে ময়ূরপঙ্খী গাছ বলা হয়। এই গাছ জ্ঞানের উদ্ভিদ নামে পরিচিত। কারণ, বিশ্বাস করা হয় যে এর পাতা বইয়ে রাখলে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। বাড়ির যে কোন জায়গায় এই গাছ রোপন করতে পারেন। বাড়িতে এই গাছ লাগালে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে উত্তর, পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাস্তুমতে, বাড়ির প্রধান দরজার কাছে রাখতে পারেন, তাতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশে বাধা পাবে। এর জেরে পরিবারের সদস্যদের মনে কোনও ধরনের ভয়, উদ্বেগের প্রবেশ করে না। তাছাড়া বাড়ির প্রধান দরজায় লাগালে দেখতেও বেশ সুন্দর লাগে। জোড়ায় জোড়ায় এর গাছ রোপণ করা খুবই ভালো বলে মনে করা হয়।

Mukesh Ambani জীবনে সাফল্য পেতে আজই বাড়িতে লাগান এই গাছ, রয়েছে মুকেশ অম্বানীর বাড়িতেও।

Bhaijaan in Kolkata দিদির বাড়িতে ভাইজান, সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা।

বাড়িতে ময়ূর গাছ থাকলে ঘরে সুখ শান্তি ফিরে আসে। পরিবারের সদস্যদের জীবনে আশীর্বাদ বর্ষিত হয়। বুদ্ধি তীক্ষ্ণ হয়। এর ফলে শিশুদের মন দ্রুত কাজ করতে শুরু করে। পড়ালেখায় তাদের আগ্রহ বাড়ে। ঘরে এই গাছ লাগালে উচ্চশিক্ষা লাভেরও সুযোগ মেলে। ঘরে লক্ষ্মীর বাস হয়। এও বিশ্বাস করা হয়, যে বাড়িতে ময়ূরপঙ্খী রয়েছে, সেখানে পারিবারিক বিবাদের অবসান ঘটে। পরিবারে বজায় থাকে ঐক্যতা। জোড়ায় জোড়ায় ময়ূরপঙ্খী গাছ লাগালে দাম্পত্য জীবনও সুখের হয় বলে বিশ্বাস। আর ঘরের ভিতরে লাগালে সুখ, সমৃদ্ধি ও সম্পদ হু হু করে বাড়ে।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments