Monday, May 29, 2023
Homeআজানা কথাসোনায় মোড়া নীতা আম্বানিকে কখনও সোনা পড়তে দেখা যায় না কেন

সোনায় মোড়া নীতা আম্বানিকে কখনও সোনা পড়তে দেখা যায় না কেন

বিখ্যাত রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি বিশ্বের ধনী ব্যক্তিবর্গের মধ্যে কয়েক দশক ধরে ধনীতম মর্যাদার শীর্ষে রয়েছেন। সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে পাওয়া খবর অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ আট 2.9 বিলিয়ন। সমগ্র বিশ্বব্যাপী মুকেশ আম্বানির সফল ব্যবসায়ী রূপে পরিচিত এবং তার স্ত্রী হওয়ার দৌলতে নিতা আম্বানি অপরিচিত পুরো দেশজুড়ে। রিলায়েন্স ফাউন্ডেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রির ডিরেক্টর, ও পাশাপাশি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানির অর্ধাঙ্গিনী নিতা আম্বানি।

আম্বানি পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকেই নীতা আম্বানির জীবনযাত্রা পুরোপুরি পাল্টে যায়। মাত্র কুড়ি বছর বয়সে 1985 সালে তিনি মুকেশ আম্বানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নিতা আম্বানি একাধিক গাড়ি-বাড়ি লাক্সারি জীবনযাপন বলাবাহুল্য সোনায় মোড়া সাম্রাজ্যের অধিকারী তিনি। আম্বানি পরিবার মানেই সকলের যেটা কল্পনা করতে পারে তাহলে অর্থের প্রাচুর্যতা বিলাসবহুল গাড়ি বাড়ি ও লাক্সারি লাইফ স্টাইল। মুকেশ আম্বানির মতোই নিতা আম্বানি ও বিলাসবহুল দিন যাপন করেন। সমগ্র ভারতবর্ষে ব্যাপী সবথেকে সচ্ছল ও লাক্সারি জীবনযাপন তার কারণ তিনি মুকেশ আম্বানির জায়া তথা আম্বানি সাম্রাজ্যের রানী।

সম্প্রতি নীতা আম্বানির সম্বন্ধে চর্চিত একটি খবর নেটদুনিয়ায় তুমুল ঝড় তুলেছে।খবরটি সাথে বেশ বেমানান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। শোনা গেছে যে,সোনার গহনা তিনি কখনো পড়েন না। কি অবাক হলেন তো? নিশ্চয়ই খবরটা একদম আশ্চর্য হওয়ার মতই ……। এত বিলাসবহুল ভাবে দিন কাটে যার তার তো আপাদমস্তক সোনায় মুড়ে থাকার কথা। তাহলে কি কারনে সোনার গয়না পড়েন না তিনি? মহিলা মাত্রই সোনাপ্রেমী। তবে কেন কোনদিন সোনার গয়না পরতে দেখা দেখা যায়না তাকে?বিভিন্ন দেশের ব্রান্ড কালেকশন আছে মুকেশ আম্বানির ঘরণী নিতা আম্বানির। বেস্ট ইন ক্লাস প্রোডাক্ট ব্যবহার করেন, তার পোশাক বিভিন্ন এক্সেসরিজ সবকিছু আকাশছোঁয়া দামি এটাই তো স্বাভাবিক।তবে প্রশ্ন উঠেছে এত সম্পত্তির মালিকানা যার তিনি সোনার গয়না কেন পরেন না? আসল কথা হলো তিনি বিন্দুমাত্র সোনার গহনা পড়তে পছন্দ করেন না তার পরিবর্তে মূল্যবান হীরের গয়না,মুক্তোর গয়না ও নেকলেস পড়তে পছন্দ করেন যেগুলি সোনার থেকে অনেক অনেক দামী।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments