আগামীতে কি বিলুপ্ত হতে চলেছে দেশীয় কাঁচামিঠে আম?
সম্প্রতি কাঁচা মিঠে আমের গায়ে এক ধরনের কালো দাগ হয়ে যাচ্ছে
আঁটি হওয়ার আগেই যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে
কখনও ফেটে কখনও বা বোঁটা শুকিয়ে খসে পড়ছে মাটিতে
হাইব্রিড আমের ভিড়ে এমনিতেই দেশি কাঁচা-মিঠে আমের বাজার নেই
হাইব্রিডের স্বাদ গন্ধ কম হলেও দেখতে সুন্দর, তাই চাহিদা বেশি
হাইব্রিড কাঁচা মিঠা ৩০-৩৫ টাকা কেজি দাম পাওয়া যায়
দেশি এই দাগ ধরা আম স্থানীয় বাজারে ১০-১৫ টাকার বেশি দামে পাওয়া যাচ্ছে না
চাষিদের আশঙ্কা, এভাবেই, হয়তো একদিন চিরতরে বিদায় নেবে দেশি কাঁচা মিঠে
www.khobordobor.com