পেঁপে সবজি না ফল?
পেঁপে অত্যন্ত পরিচিত খাদ্যোপাদান | বয়স্ক অল্প বয়স্ক সবার জন্য পেঁপে অত্যন্ত প্রিয় পেঁপে।
পেঁপের উপযোগিতা প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পেঁপে সেদ্ধ, বাচ্চা বা বয়স্কদের পাতলা করে ঝোঁল করে দেওয়া হয়।
পেঁপে রান্নাতে ব্যবহৃ হয়।
পেঁপে লিভার ভাল রাখতে খাওয়ার পরামর্শ দেওয়া হয়
পেঁপেতে হাড় শক্ত বা মজবুত হয়ে থাকে।
পেঁপে রান্নার ঘরের স্থায়ী সদস্য হলেও অনেকেই জানেনা পেঁপে আসলে ফল না সবজি ।
পেঁপে কাঁচা অবস্থায় থাকলে সবজি।
পেঁপে পেকে গেলে সেটি ফল হিসাবে খাওয়া হয় কেননা পেঁপে পেকে গেলে সেটি ভিতর থেকে লাল ও মিষ্টি হয়ে যায়
তাই ফের বলা যেতে পারে কাঁচা পেঁপে সবজি, পাকা পেঁপেফল।