গরম পড়তেই বেড়েছে মশার উপদ্ৰোব
মশা তাড়াতে অনেকেই ধুপ কিংবা অন্যান্য কৃত্রিম জিনিস ব্যবহার করেন
অনেকে আবার বাজার চলতি মশা তাড়ানোর ক্রিমও মাখেন
তবে উপরিউক্ত কোনও বিষয়ই স্বাস্থ্যকর সমাধান নয়
জানেন কি এমন কিছু গাছ রয়েছে যা মশা তাড়ায়?
মশার উপদ্রোব থেকে বাঁচতে বাড়িতে গাঁদা গাছ লাগান
ল্যাভেন্ডারের গন্ধেও দূর হয় মশা। লাগান এই গাছ
এছাড়া লাগাতে পারেন রোজমেরিও। এতেও কাজ হবে