স্ত্রী গৌরী খানের সঙ্গে তার বেজায় ভালো সম্পর্ক
কিন্তু তাই বলে এই ভুল।
গৌরীর সঙ্গে এক অনুষ্ঠানে হাজির হয়ে কিং খান দাবি করেন....
মধ্য ৪০-এ ব্যবসা শুরু করেছেন তাঁর স্ত্রী
তাঁকে থামিয়ে দিয়ে গৌরী বলে ওঠেন ৪০ পার করে নয়
ঠিক ৪০ বছরেই কাজ শুরু করেছেন তিনি
বেকায়দায় পরে শাহরুখ বলেন, 'আমাদের পরিবারে সবার বয়স কমে যায়'