শৌচালয়ে ফোন ব্যবহার করলে সর্বনাশ

সত্যি কথা বলতে কী, আপনার এখন সবসময় সঙ্গী হয়ে উঠেছে আপনার স্মার্টফোনটি।

আপনার স্বপনে, শয়নে, জাগরণে সবসময় স্মার্টফোন হাতের কাছে থাকে, এমনকী শৌচালয়েও৷

কিন্তু তাতেই হচ্ছে সমস্যা৷ একটি সমীক্ষায় দেখা গিয়েছে ৭৩ শতাংশ মানুষ শৌচাগারে স্মার্টফোন নিয়ে যান৷

৯৩ শতাংশ জেন ওয়াই-এর সদস্যরা জানিয়েছেন, তাঁরা মলত্যাগ করার সময় গেম খেলেন বা টেক্সট করেন৷

সংখ্যায় কম হলেও অনেকেই খবরের কাগজ পড়া, বই পড়ার কাজে ফোন ব্যবহার করেন শৌচালয়ে৷

এর প্রথম অসুবিধার কারণ তো, ফোনটা মুহূর্তের কোনও ভুলে একেবারে নষ্ট হয়ে যেতে পারে৷

সীমক্ষায় দেখা গিয়েছে, মলত্যাগ করার সময় ফোন ব্যবহার করলে শরীরের মারাত্মক এক ক্ষতি হতে পারে৷

এর ফলে মলদ্বারে চাপ বেশি পড়তে পারে এবং তাতে শরীরে ধীরে ধীরে আরও খারাপের দিকে যেতে পারে৷

হতে পারে অন্য এলার্জিও। তাই শৌচালয়ে যাওয়ার পর হাত ধুয়ে ফোন ব্যবহার করাই উচিত৷