ভুগছেন কঠিন অসুখে, কাজ নেই কপিল শর্মা শো-এর সুমনার

Sumona Chakravarti post share on instagram

বর্তমানে কাজ না থাকায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কপিল শর্মা শো এর কমেডিয়ান সুমনা এবং সেই সাথে তিনি ভুগছেন কঠিন অসুখে।

বাঙালি মেয়ে সুমনা চক্রবর্তী প্রথম থেকে বলিউডেই নিজের জায়গা বানাতে চেয়েছিলেন। তার জন্য তিনি কঠিন লড়াইও করেছেন। টেলিভিশন এ হিন্দি সিরিয়াল দিয়ে তার যাত্রা শুরু হয় এবং “কসম সে” “বরে আচ্ছে লাগতে হে” মতো ধারাবাহিকে কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।তবে তাকে মানুষ সবচেয়ে বেশি চিনেছে অর্থাৎ তার পরিচিতি ঘটেছে ২০১৪ সালে। সে সময়ে কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো ” কমেডি নাইট উইথ কপিল শর্মা” তে কাজ করা শুরু করেন সুমনা। নানান মজার চরিত্র সেজে মানুষ কে আনন্দ দিয়ে মানুষের মন জয় করেছেন এই শিল্পী। তবে বর্তমানে কঠিন রোগ তাকে গ্রাস করেছে সেই সঙ্গে তার হাতে কোনো কাজ নেই।


নিজেই এ কথা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইনস্টাগ্রাম এ পোস্ট করে জানিয়েছেন। সুমনা লেখেন তার কাজ নেই ও দশ বছর ধরে তিনি কঠিন অসুখের মধ্যে দিয়ে যাচ্ছেন। এন্ডমেট্রিওসিস যা জরায়ুর অসুখ।এতে সাধারণত জরায়ুর গায়ে শিরা উপশিরার মতো বা মাংস পিণ্ড তৈরি হতে থাকে।যা অপারেশন করে সামান্য সময়ের জন্য সরানো সম্ভব হলেও আবার তৈরি হয় এই অসুখ।যার ফলস্বরূপ মুড সুইং, পিরিয়েডের অসহ্য ব্যাথা, ক্লান্তি ও দুর্বলতা হতে থাকে। যার ফলে রোজের জীবন ব্যাহত হয়, অগোছালো ভাবে কাটে দিনগুলি। কখনো সখনো এই অসুখ আরো জটিল হতে পারে। তাই এর থেকে বাঁচতে সঠিক খাবার ও নিয়মিত শরীর চর্চা করতে হয়।


সুমনা একটি শরীর চর্চার ছবি পোস্ট করে ক্যাপশন দেন “আমি কর্মহীন,কিন্তু আমি ভাগ্যবান এখনো আমি এবং আমার পরিবার খাবার খেতে পারছি।কিন্তু কখনো কখনো আমি নিজেকে দোষী মনে করি।আমি ২০১১ সাল থেকে এন্ডমেট্রিওসিসে ভুগছি। যার জন্য আমার মুড সুইং হয়। মানসিকভাবে ভেঙে পড়ি। আমার এটা স্টেজ ফোর্থ চলছে। আমার সুস্থ থাকার জন্য দরকার, সঠিক খাবার, শরীর চর্চা ও মানসিক অবসাদ মুক্ত থাকা। কিন্তু আমি মাঝে মধ্যেই হেরে যাই। আবার যুদ্ধ করি আবার উঠে দাঁড়াই। এখন খুব খারাপ সময়। লোকডাউন আমার জন্য শুধু নয় সবার জন্যই খুব কঠিন সময় । কিন্তু সকলকে এ্ই যুদ্ধ জিততে হবে নিজের মতো করে। হেরে গেলে চলবে না”।এছাড়াও তিনি লেখেন যদিও এই পোস্ট ব্যাক্তিগত। তবুও লিখছি কারণ আমার মনে হয় এতে হয়তো একজনকেও আমার গল্প উৎসাহিত করবে।

সুমনার এই পোস্ট এ বহু মানুষ কমেন্ট করেছেন। তার মনের জোরকে কুর্নিশ জানিয়ে সবাই বলেছেন যাতে অভিনেত্রী এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন।