সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে মহাকাশে ভ্রমণ কলে তখনই গ্রহণ হয়। আবশ্যিক ভবেই চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণ এর ক্ষেত্রে পৃথিবী চন্দ্র ও সূর্যের অবস্থান পৃথক হয়। জেনে নেওয়া দরকার ২০২১ সালের গ্রহণ পৃথিবীর কোন কোন স্থান থেকে দেখা সম্ভব ও তার দিন এবং সময়।
চন্দ্র গ্রহণ : ২৬ শে বুধবার এবং ২১ শে নভেম্বর শুক্র বার।
সূর্য গ্রহণ : ১০ই জুন বৃহস্পতিবার এবং ৪ই ডিসেম্বর শনিবার।
২৬ শে মে,১১ জ্যৈষ্ঠ, বুধবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
গ্রহণ শুরু : বেলা সোয়া তিনটে, গ্রহণ শেষ সন্ধ্যে ৬ টা ২৩ মিনিট। গ্রহণকাল : ৮ ঘণ্টা ০৮ মিনিট।
গ্রহণ দেখা যাবে : আমেরিকা (উত্তর এবং দক্ষিণ)।এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর।
গ্রহণকালে রাহু রবি ও শুক্রের অবস্থান মেষ রাশিতে। চন্দ্র এবং কেতুর অবস্থান বৃশ্চিক রাশিতে।
২০২১ সালের প্রথম বলয় গ্রাস সূর্য গ্রহণ দেখা যাবে ১০ ই জুন, ২৬ শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার।
গ্রহণ শুরু : বেলা ১ টা ৪৩ মিনিট। গ্রহণ শেষ : ৬ টা ৪১ মিনিট । গ্রহণকাল : ৪ ঘণ্টা ৫৮ মিনিট।
গ্রহণ দেখা যাবে : উত্তর আমেরিকার উত্তর পূর্ব অংশ থেকে, ইওরোপ, এশিয়ার উত্তর অংশ এবং আন্টার্টিকার উত্তর অংশ থেকে। ভারত বর্ষ থেকে দেখা যাবে না।
গ্রহের অবস্থান : রাহু, চন্দ্র, সূর্য, বুধ বৃষ রাশি তে এবং কেতু বৃশ্চিক রাশিতে।
২০২১ সালের দ্বিতীয় সূর্য গ্রহণ — পূর্ণ সূর্যগ্রহণ ৪ ই ডিসেম্বর,১৮ই অগ্রায়ন ,শনিবার।
গ্রহণ শুরু : বেলা ১ টা ৫৯ মিনিট।গ্রহণ শেষ : ৩ টে ০৭ মিনিট ।গ্রহণকাল : ৪ ঘণ্টা ০৮ মিনিট।
গ্রহণ দেখা যাবে : আন্টার্টিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ অংশ, ভারত মহাসাগরের দক্ষিণ অংশ, ভারতবর্ষ থেকে দেখা যাবে না।
- রিয়েলিটি শোর সিঙ্গার। Lyricist Goutam Susmit। Bangla Podcast Glass of Gossips
- শক্তি আরাধনা উপলক্ষে মানব সেবা
- বহুরূপী Bangla Film Review by Sujoya Ray
- বিভিন্ন শোতে ডাকা হয় না। Music Director Ashok Bhadra। Khobor Dobor Video
- Easy Steps To Write An Essay
- Bangla Natok Review : বাংলা নাটক “মারীচ সংবাদ” রিভিউ – কলমে সুজয়া