জানেন কি মুসলিম দেশের টাকার উপর গণেশের ছবি দেওয়া

Lord Ganesha in the currency note of Indonesia - Khobor Dobor

হিন্দুরা গণেশ কে সিদ্ধিদাতা রূপে পুজো করেন। ব্যবসার শ্রীবৃদ্ধির কারক বলে মনে করা হয় গণেশ কে। হিন্দুরা বিশ্বাস করেন শ্রী গণেশের অধিষ্ঠান হলো উত্তরোত্তর উন্নতির কারণ। গণেশজির আশীর্বাদে সমৃদ্ধি লাভ সম্ভব।

Ganesha Idol Images - Khobor Dobor

কিন্তু ভারতবর্ষের বাইরেও (হিন্দুরা ছাড়াও) গণেশ দেবতার পুজো হয়। এটা আমাদের অনেকের জানার বাইরে। আরও বিভিন্ন দেশে গনেশের পূজো হয়। পৃথিবীতে এমন এক মুসলিম দেশ আছে যেখানে ভগবান গনেশের ছবি টাকাতে ছাপানো হয়। সেই দেশ হল ইন্দোনেশিয়া। এই দেশে গনেশের ছবি টাকাতে ছাপানো হয়। কেন এই রকম ব্যবস্থা তা আমরা জানব।

ইন্দোনেশিয়ার নোট কে কানাশিয়া রুপি বলে। এখানকার ২০০০ টাকার নোটে ভগবান গনেশের ছবি আছে। কারণ এই মুসলিম দেশে ভগবান গনেশ কে শিক্ষা কলার ও বিজ্ঞানের দেবতা বলা হয়। আসল কথা হলো এই দেশে ৮৭.৫/- শতাংশ মানুষ ইসলাম ধর্ম মানে আর ৩/- শতাংশ মানুষ হিন্দু ধর্ম মানে।

God Ganesha Picture - Khobor Dobor

ইন্দোনেশিয়ার এই ২০০০/- নোটের সামনের দিকে ভগবান গনেশের ছবি আর এর পেছনের দিকে ক্লাস রুমের ছাত্র ও শিক্ষকের ছবি আছে।

কিছু বছর আগে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল। শুধু মাত্র ২০০০/-টাকার নোট ছাপা হয়েছিল। এবং এই নোটে ভগবান গনেশের ছবি ছিল। তাঁর কারন বুদ্ধিজীবীরা মনে করতেন এর ফলে আর্থিক ব্যবস্থা দৃঢ় হবে। পরে ঠিক এই রকমই দেখা গিয়েছিল।

Lord Ganesha Images - Khobor Dobor

এই কারণে ইন্দোনেশিয়াতে ভগবান গনেশের ছবি টাকাতে ছাপানো হয়।