আমরা প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদধন্য। আমরা সবাই নিজের ভাগ্য যেমন ওপরে থেকে নিয়ে জন্মাই সেভাবেই আমাদের জীবনযাপন নির্বাহ করি। ঈশ্বর দ্বারা নির্দিষ্ট থাকে আমাদের ভাগ্য। ঠিক সেই ভাবেই আমরা ফলপ্রাপ্ত হই। তবে এমন কিছু নিয়ম, বিধি নিষেধ আছে যা পালনের মাধ্যমে জীবনের অনেক সমস্যার সমাধান ঘটে।
Remedy to Overcome Money Problem
জীবনের নানাবিধ সমস্যার সম্মুখীন আমারা হয়েই থাকি এবং সেখান থেকে মুক্তির উপায় জন্য আমরা বিভিন্ন রকমের নিয়ম পালন করি, এবং তার মাধ্যমে আমরা বহু সমস্যার সমাধান করেও ফেলতে পারি। তুলসী পাতার মাহাত্ম আমাদের জীবনে একটি বিশেষ ভূমিকা রাখে। এই তুলসী পাতার টোটকা দিয়েই হয়ে যায় অনেক সমস্যার সমাধান।
Easy Remedy for Job and Business Problem
গাছ থেকে চারটে তুলসী পাতা তুলতে হবে। তবে মনে রাখা অবশ্যক যে তুলসি পাতা ছেড়া বা তোলার আগে তালি বা চুটকি বাজিয়ে তুলতে হবে। এই চারটি তুলসী পাতা গুলিকে ইষ্ট দেবতার নাম স্মরণ করে ঘরের চার কোনে একটি একটি করে রেখে দিতে হবে। যতদিন না তুলসী পাতা শুকিয়ে যায় ততদিন বদলাতে হবে না। তবে শুকিয়ে গেলে জলে ভাসিয়ে দিতে হবে।
এই টোটকার সঠিক নিয়মে পালনের মাধ্যমে জীবন থেকে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেমন —চাকরি, সন্তানের লেখাপড়া, ব্যাবসা সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ির চারপাশে পজেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে, পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে, আর্থিক সমস্যার অবসান হয়ে দ্রুত অর্থ উন্নতি ঘটবে।
- রিয়েলিটি শোর সিঙ্গার। Lyricist Goutam Susmit। Bangla Podcast Glass of Gossips
- শক্তি আরাধনা উপলক্ষে মানব সেবা
- বহুরূপী Bangla Film Review by Sujoya Ray