30 সেকেন্ড এর ভিডিওর জন্য ভারত সরকার দিচ্ছে দুই লক্ষ টাকার পুরস্কার। অবাক হচ্ছেন? নিম্নলিখিত কাজ গুলি করলেই আপনিও পেয়ে যেতে পারেন দুই লক্ষ টাকা অবধি পুরস্কার।
ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আসোসিয়েশন পক্ষ থেকে একটি শর্ট ফিল্ম কম্পিটিশন আয়োজন করেছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে তে।
এটি আন্টি টোবাকো স্পট কম্পিটিশন। এই ফিল্ম কম্পিটিশন কিছু নিয়মাবলি হলো –
- এর ডিউরেশন হতে হবে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর মধ্যে।
- এই কম্পিটিশন এ 18 বছরের উর্দ্ধে যে কেউ অংশ নিতে পারে, শুধু মাত্র মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আসোসিয়েশন এর এমপ্লয়ী বা তার রিলেটিভরা কেউ অংশ নিতে পারবে না।
এই প্রতিযোগিতার পুরস্কার :
- প্রথম পুরস্কার দুই লক্ষ টাকা।
- দ্বিতীয় পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
- তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা।
- এছাড়াও থাকছে দশ হাজার টাকার দশটি কনসোলেশন প্রাইজ।
জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 শে জুন 2021।
বিস্তারিত জানার জন্য mygov.in ভিসিট করুন।
- বাড়িতে বসেই অ্যান্টি এজিং কেয়ার: দামি ট্রিটমেন্ট নয়, ঘরোয়া খাবারেই মিলছে সমাধান
- পাহাড়ের উপর দুধসাদা বৌদ্ধমঠ : অজানা অফবিট ট্রাভেল স্পট
- ঠান্ডা বাড়লে হাঁপানির টান হলে কী করবেন: শীতে বাড়ছে আক্রান্তের সংখ্যা
- শীতে বেড়াতে চাইছেন? কলকাতার কাছে উইকেন্ড ডেস্টিনেশন ঘুরে আসুন একদিনেই
- 2026 এ আপনার ক্যারিয়ার কেমন যাবে ? রাশিফল বলছে কী জানুন বিস্তারিত
- আজকের রাশিফল ৩১ ডিসেম্বর ২০২৫: কী বলছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা?









