রাশি বিচার এর মাধ্যমে যে কোনো ব্যাক্তির বৈশিষ্ট, আচরণ, ও স্বভাব সম্পর্কে অবগত হতে পারি। মোট ১২ টি রাশির ভিন্ন ও নিজস্য বৈশিষ্ট থাকে। তবে বিশেষ ৫ টি রাশির ব্যাক্তিরা খুব ভালো স্বামী হয়ে থাকে। স্ত্রীর সকল ছোটোখাটো প্রয়োজন পূরণেও এরা মনোযোগী হন ও সাথে বিশেষ যত্নবান।
কর্কট রাশি
এনাদের মধ্যে ভালো স্বামী হওয়ার সবকটি গুন বিদ্যমান থাকে। স্ত্রীর প্রতি বিশ্বাস বজায় রাখা থেকে শুরু করে, নিজের দেওয়া কমিটমেন্ট পালন করা, সম্পর্ক বহুদিন টিকিয়ে রাখা সবেতেই এই রাশির জাতক গণ এগিয়ে থাকেন।
তুলা রাশি
এই রাশির ব্যাক্তিগণ খুব রোমান্টিক প্রকৃতির হন। হামেশাই সারপ্রাইজ দিতে থাকেন নিজের স্ত্রীকে। যেমন যত্নবান তেমনি কথা দিয়ে কথা পূরণ করার প্রবণতা ভরে থাকে এদের মধ্যে। বিশ্বস্ত তা বজায় রাখাটাই এদের স্বভাবের একটি বড়ো গুন। সঙ্গীনির চিন্তা ভাবনা দূরীকরণের আগ্রহী হয় সাথে শিশুর মতো খেয়াল রাখতে পছন্দ করেন এই রাশির জাতকগণ। মজা প্রিয় হয়ে থাকেন এনারা।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক গণ স্বামী হিসাবে ভীষণই সফল। এনারা যতটাই উদার ততটাই বুদ্ধিমান হন। নিজেই মনের মানুষের মনের কথা বুঝে নেওয়ার এক বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন। সঙ্গীনির খুশির জন্য এরা অনেক কিছু করতে পারেন। সব ধরণের সুখ দেওয়ার জন্য নিজের স্ত্রীকে এনারা সর্বদা প্রস্তুত।
ধনু রাশি
নিজের সঙ্গীনির সুখ, খুশির জন্য যে কোনো কিছু করতে সর্বত্র রাজি এই রাশির জাতকগণ।একদিকে রোমান্টিক,অন্যদিকে স্ত্রীর মন ভালো রাখার জন্য অভিনব ভাবনা ভেবে সেই মতো কাজ করে চমক লাগিয়ে দিতে পারে নিজের সঙ্গিনী কে। বিশ্বাস ও সম্পর্কের গভীরতা পছন্দকরেন এরা। এরা যদি একবার যদি হাত ধরে তাকে সারাজীবন নিরাপত্তা আনন্দ দানে কখনোই পিছুপা হয় না। গল্প আমোদ প্রমোদ এ সর্বদা স্ত্রীকে ভরিয়ে রাখে।
অজানা কথা – কৈলাশ পৌঁছানো কেনো অসাধ্য ? – কলমে সুনীত অধিকারী
মীন রাশি
এই জাতির জাতকগণ নিজের স্ত্রীর প্রতি খুবই আগ্রহী, সচেতন ও যত্নশীল হয়ে থাকে। মীন রাশির জাতকদের প্রবল ইচ্ছাশক্তির থাকার ফলে এদের অর্থনৈতিক দিক খুবই সুগঠিত হয়।কোনো রমণীর স্বামী যদি মীন রাশির ব্যাক্তি হন, সে ক্ষেত্রে সেই রমণী বিশেষ ভাগ্যবতী হয়ে থাকে। নিজের সঙ্গীনির সুখ, নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখতে অভ্যস্ত হন মীন রাশির জাতক গণ। ভীষণ রোমান্টিকতায় পূর্ণ ব্যাক্তি হন এনারা। সর্বদাই লাইফ পাটনার কে ভালো রাখার চেষ্টায় লেগে থাকে এনারা।

- শীতে ঘোরার সেরা ঠিকানা দার্জিলিং: পাহাড়ের রানির অদেখা সৌন্দর্য উন্মোচনে সম্পূর্ণ ভ্রমণ গাইড
- Delhi Bad Quality Air Reaches Hazardous Levels, AQI Shows Dangerous Trend
- AI নাকি বাস্তব ? মহাকাশ আলোকচিত্রে ভাইরাল ‘দ্য ফল অফ ইকারাস’
- Delhi Blast Terrorist Suicide Bombing Video Viral: Reveals Radicalised Mind
- The Academy of Fine Arts Release Update: প্রযুক্তিবিদ ফেডারেশনের আপত্তিতে থমকে গেল চলচ্চিত্র মুক্তি








