Sunday, December 10, 2023
Homeজ্যোতিষজ্যোতিষ শাস্ত্রস্বপ্নে এগুলো দেখলে সামনে খারাপ সময় আসতে চলেছে সাবধান হন

স্বপ্নে এগুলো দেখলে সামনে খারাপ সময় আসতে চলেছে সাবধান হন

স্বপ্ন হলো ঘুমের মধ্যে আসা কিছু ঘটনা যা আমাদের সাথে ঘটতে থাকে। অনেক স্বপ্ন খারাপ আভাস দেয় আবার কিছু স্বপ্ন শুভ বার্তা নিয়ে আসে। স্বপ্ন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মত আছে। স্বপ্ন রাতে বা দিনের যে কোনো সময়ে ঘুমের মধ্যে দেখা হোক না কেন সবটা সব সময় মনে থাকে না। তবে জোতিষ শাস্ত্রের মতে আগাম খারাপ ইঙ্গিত দিয়ে যায় কিছু স্বপ্ন। যা বোঝায় খারাপ সময় আসতে চলেছে।
কি সেই স্বপ্নের প্রকারভেদ সেটাই দেখে নেওয়া যাক –

নিজের আর্থিক দেউলিয়া হওয়ার সংকেত হলো আপনি আর্থিক দিক সবদিয়ে ক্ষতিগ্রস্থ হতে চলেছেন। পড়তে চলেছে চরম অর্থ সংকটে, সে আপনি যতই ধনী হন না কেন!

স্বপ্নে কোনো পাখির ক্রন্দন দেখে থাকলে আপনার আর্থিক ভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন।

স্বপ্নে যদি কোনো সংবাদ মাধ্যম আপনাকে কোনো আত্মীয়য়ের খবর এনে দেয় সেই স্বপ্ন দেখা মানে পরিজন বিয়োগের ঘটনা ঘটতে চলার সম্ভবনা।

যদি স্বপ্নে দেখা যায় কোনো কুয়ো বা জলাশয়ে আপনি পরে যাচ্ছেন তার মানে আপনি আর্থিক সম্যসার মুখে পড়তে চলেছেন অর্থাৎ ব্যাবসায় কোনো বড়ো মাপের ক্ষতির আশঙ্কার সম্ভবনা।

কোনো ব্যাক্তির স্বপ্নে যদি আসে সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে তারমানে তিনি আর্থিক অভাবের মধ্যে পড়তে পারেন।

স্বপ্নে নিজের গৃহের আসবাবপত্র ভেঙে ফেলতে দেখা যায় সে ক্ষেত্রে আপনি কোনো বড়ো সমস্যায় পড়তে চলেছে সেই সম্ভবনার ইঙ্গিত দেয়।

শারীরিক মিলনের পর এইগুলি কাজ করলে বিপদে পরতে পারেন

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments