একটি কথা প্রত্যেক গৃহস্থ জেনে রাখা দরকার যে ঘরের পক্ষে সবথেকে ক্ষতিকর হলো পোড়া গন্ধ সেটা রান্না করতে গিয়ে পুড়ে ফেলায় হোক বা অন্য কোন কারণেই হোক পোড়া গন্ধ নেগেটিভ এনার্জি আনে
গন্ধকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে উপকার পাওয়া যায় যেমন রোগ নিরাময়ের কাজে লাগানো যায় তেমনি আধ্যাত্বিক, অধিভৌতিক, দৈবিক সমস্যার হাত থেকে বাঁচার জন্য গন্ধ ভীষণভাবে উপকারী। সুখে শান্তিতে জীবন কাটানোর টোটকা হিসেবে ও স্বাস্থ্যবিধি বিষয়ক রূপেও গৃহস্থ ব্যক্তিরা গন্ধ কে বিভিন্ন রকম ভাবে কাজে লাগাতে পারেন
বাস্তু প্রতিকার গন্ধের মাধ্যমে
[Vastu Remedies with essence for Home]
১। বাড়িঘর কে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে আধা বালতি ঈষদুষ্ণ জলে লেমন অয়েল ও টি ট্রি অয়েল কয়েক ফোটা দিয়ে ঘর মুছুন।ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে এর কোন বিকল্প নেই।
২। ঘরের ভেতরের বায়ুমন্ডলকে বিশুদ্ধ করতে একটু গরম জলে কয়েক ফোঁটা দারচিনি থেকে প্রস্তুত এসেন্সিয়াল অয়েল (essential oil) মিশিয়ে একটি পাত্রে নিন এবং পাত্রটিকে ঘরের মাঝখানে কিছুক্ষণ রেখে দিন বায়ুমণ্ডল আপনাআপনি পরিষ্কার হয়ে যাবে।
৩। সকাল সন্ধ্যায় ঘরে ধুনো সঙ্গে একটু সালফারের গুঁড়ো দেবেন এতে ঘরের ভেতরের নেগেটিভ এনার্জি বাইরে চলে যাবে পরশ্রীকাতর প্রতিবেশী দৃষ্টি থেকেও রেহাই পাবেন। বলা চলে এটি কোন নজর দোষ (evil eye protection) কাটাতে বিশেষভাবে সাহায্য করে।
৪। একটি বাটিতে ফুটন্ত গরম জলে কিছুটা খাবার সোডা দিয়ে রাখলে ঘরের ভেতরের দুর্গন্ধ চলে যায়, এবং এই মিশ্রণ দিয়ে ফ্রিজের ভেতরটা মুছলেও দুর্গন্ধমুক্ত হয়।
স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, আর্থিক উন্নতি বা বাস্তুদোষ নিবারনে কপ্পুরের জুরি নেই
৫। যদি সংসারে অশান্তি লেগেই থাকে তবে সকাল-সন্ধ্যা বাড়ীতে ধুনো ও কর্পূর (Camphor) জ্বালিয়ে ধোঁয়া দিন এবং ল্যাভেন্ডার ও চন্দনধুপ ব্যবহার করুন। এতে অনেকটা রেহাই পাবেন।
৬। মশার হাত থেকে বাঁচতে কয়েক ফোঁটা লেমনগ্রাস অয়েল, সিট্রোনেলা অয়েল ও ইউক্যালিপটাস অয়েল কিছুটা নারকেল তেলের
সঙ্গে মিশিয়ে হাতে পায়ে মেখে রাখুন আপনার ধারে-কাছে মশার আসবেনা। অবশ্য যাদের এলার্জি আছে তারা সাবধানে এটি ব্যবহার করবেন।
৭। জামাকাপড় অত্যন্ত নোংরা হলে ঈষৎ উষ্ণ জলে চার চামচ সোডা, কয়েক ফোঁটা লেমন অয়েল ও টি ট্রি অয়েল দিয়ে জামাকাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন পরে কেচে ফেলুন, দাগ আর থাকবেনা ও ভীষণ ভাবে পরিষ্কার হবে।
৮। ঘরকে সুগন্ধিত করতে একটি পাত্রে কিছুটা গরম জল নিয়ে সেই জলে কয়েক ফোঁটা ক্লোভ অয়েল, রোজমেরি অয়েল, এবং অরেঞ্জ অয়েল মিশিয়ে ঘরে স্প্রে করুন অপূর্ব সুগন্ধে ভরে যাবে যেকোনো রকম রুম ফ্রেশনার থেকে অনেক বেশি কার্যকরী ঘরে অতিথি এলে এর প্রশংসা অবশ্যই করবে।
ভগবান শ্রী বিষ্ণু এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন কেন জানেন ?
একটি কথা প্রত্যেক গৃহস্থ জেনে রাখা দরকার যে ঘরের পক্ষে সবথেকে ক্ষতিকর হলো পোড়া গন্ধ সেটা রান্না করতে গিয়ে পুড়ে ফেলায় হোক বা অন্য কোন কারণেই হোক পোড়া গন্ধ নেগেটিভ এনার্জি (Negative Energy) আনে। পোড়া গন্ধ ছাড়া মাত্রই সেটিকে ঘরের বাইরে পাঠিয়ে, ঘরের বায়ুমন্ডলকে বিশুদ্ধ করার জন্য সুগন্ধময় গন্ধের দ্বারা শীঘ্রই ওই পোড়া গন্ধ কে দূর করতে হবে। ঘর সুগন্ধিত করার জন্য খুব সহজ উপায়ে সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিন। তবে মনে রাখতে হবে কপূরের পোড়া গন্ধ কিন্তু একেবারেই ক্ষতিগ্রস্থ করে না বরং এটি খুবই উপকারী এবং গৃহস্থের পক্ষে খুবই শুভ।

- মা কালীর আবির্ভাব কেন হল ? পুরাণের গল্প
- পাহাড়ের কোলে ছবির মতো ছোট্ট গ্রাম লাচুং
- করওয়া চৌথ এর পৌরাণিক কাহিনী