Monday, May 29, 2023
Homeজ্যোতিষবাস্তু শাস্ত্রএখানে বাস্তু দোষ হলে চাকরির সুযোগ, ব্যবসায় কাস্টমার আসে না

এখানে বাস্তু দোষ হলে চাকরির সুযোগ, ব্যবসায় কাস্টমার আসে না

বাস্তুদোষ যে বাড়িতে থাকে সেখানে থাকা প্রত্যেকের উপর প্রভাব ফেলে। বাস্তুদোষ থাকলে জ্যোতিষের বিভিন্ন প্রতিকার, গ্রহ রত্ন ও বিফলে যায়। কিছু কিছু বাস্তুদোষ আছে যা জীবনকে বিষণ্ণ করে তোলে।

আপনি হয়তো খুব ভালো ছিলেন কিন্তু নতুন বাড়িতে বা ফ্ল্যাটে গিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে শুরু করলেন। এ আর কিছু নয় আপনার নতুন বাড়ি বা ফ্ল্যাটটি বাস্তুদোষ জনিত।

বাস্তুর মূল বিষয় হলো পঞ্চ তত্বের সমতা বজায় রাখা। যখনি এই সমতা থাকেনা তখনি বাস্তু দোষ সৃষ্টি হয়। ও তার সঙ্গে ওই বাড়িতে থাকা সদস্যদের ও জীবনএ সমস্যা আসতে থাকে।

বাড়ির বা ফ্ল্যাটের উত্তরদিক হলো খুবই গুরুত্বপূর্ণ, এই দিক হলো জল তত্বএর দিক, এইদিক আমাদের জীবনে সুযোগ এনে দেয় সব দিক দিয়ে, যেমন কেউ যদি চাকরি চায় তার ইন্টারভিউর সুযোগ, কেউ ব্যবসা করলে তার ব্যবসার কাস্টমার, এছাড়া অন্য বিভিন্ন ধরনের নতুন নতুন অর্থ উপার্জনএর সুযোগ, আবার উত্তরদিক হলো কুবেরের দিক। কুবের ধন সম্পত্তি রক্ষা করে। সুতরাং এখানে বাস্তু সমস্যা হলে আর্থিক সমস্যা ও সৃষ্টি হয়।

কীভাবে উত্তর দিকে বাস্তু দোষ হয়?

উত্তরদিকে যদি টয়লেট হয়, এখানে যদি রান্নাঘর থাকে, উত্তর দিকে লাল রং, গোলাপি রং বা অরেঞ্জ রং থাকে বা এখানে ভারী আসবাবপত্র থেকে, এক্ষেত্রে বাস্তু দোষ হয়।

উত্তর দিকে গণেশের ছবি খুব ভাল। উত্তর দিকে হালকা নীল বা সবুজ রঙ শুভ ফল প্রদান করে।

বাস্তুর প্রতিকার – বাড়ী থেকে নেগেটিভ এনার্জি, কু-নজর দূর করুন গন্ধের সাহায্যে

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

Most Popular

Recent Comments