এক টাকার বিনিময়ে ৪৫ হাজার টাকা, যদি আপনার কাছে থাকে এই নোট

one rupee note

অনেকের বাড়িতেই পুরোনো কয়েক পুরুষ ধরে পুরোনো টাকা সংগ্রহের একটা ঐতিহ্য থাকে, অনেকে আবার নিতান্ত সখ করেই পুরানো টাকা জমায়। এ ক্ষেত্রে উল্লেখ যদি পুরোনো টাকার ভাঁজে বিশেষ ১ টাকার নোট টি থেকে থাকে যেটার বর্তমান মূল্য ৪৫০০০ টাকা, সেটা বিক্রি করে আপনি পেয়ে যেতেই পারেন ১ টাকার নোটের বদলে ৪৫০০০ হাজার টাকা।

মহামারী করোনা মানুষ কে যে কি ভাবে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করে তুলেছে সেটা কম বেশি আমরা সকলেই বুঝতে পারছি। লকডাউন এর জেরে এখন অনেক পরিবারের অবস্থা খুবই শোচনীয়। বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই আর্থিক দুর্বলতার চরমতম শিকার।অনেককেই এখন চটজলদি ও বিভিন্ন উপায়ে উপার্জনের পথ খুঁজছেন। এ ক্ষেত্রে মা লক্ষীর কৃপায় ভাগ্যের শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে, যদি আপনি সৌভাগ্যবান ব্যাক্তি হন। এরকম মন্দার বাজারে ঘরে বসে হতে পারেন ৪৫ হাজার টাকার মালিক। মাত্র একটি বিশেষ ১ টাকা আপনার কাছে থাকলে। দেখা যাক কি সেই ১ টাকা।

এই বিশেষ ১ টাকার নোটের ওপর প্রাক্তন অর্থমন্ত্রী এইচ. এম, প্যাটেল এর স্বাক্ষর থাকা আবশ্যক। এইচ.এম প্যাটেল (H.M.Patel) অর্থাৎ হিরুভাই মুল্লুজিভাই ১৯৭৭— ১৯৭৯ পর্যন্ত তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন। এইচ.এম.প্যাটেল এর সাক্ষর ছাড়াও এই বিশেষ ১ টাকার নোটের ওপর ১২৩৪৫৬ এই সিরিয়াল নম্বর টি থাকতেই হবে ।

যদি কোনো ব্যাক্তির কাছে মুল্যবান এই ১ টাকার নোট থেকে থাকে এবং তিনি সেটা বিক্রির ক্ষেত্রে আগ্রহী হন সে ক্ষেত্রে তিনি পাবেন ৪৫ হাজার টাকা।কয়েন বাজার(coinbazzer) ওয়েবসাইট এ গিয়ে এই বিশেষ ১ টাকার নোট টি বিক্রি করা যেতে পারে। ওয়েবসাইট এর শপ সেকশন নোটটি বিক্রি করার অপশন রয়েছে, এখন থেকেই বিক্রি করা যেতে পারে। ওয়েবসাইট টি এই স্পেশাল নোট টিকে (extremely rare) বলে ঘোষণা করেছে। অর্থাৎ এই স্বাক্ষর ও নম্বর যুক্ত ১ টাকার নোট টি ভীষণ ভাবে দুষ্কর।

অনেকের বাড়িতেই পুরোনো কয়েক পুরুষ ধরে পুরোনো টাকা সংগ্রহের একটা ঐতিহ্য থাকে, অনেকে আবার নিতান্ত সখ করেই পুরানো টাকা জমায়। এ ক্ষেত্রে উল্লেখ যদি পুরোনো টাকার ভাঁজে বিশেষ ১ টাকার নোট টি থেকে থাকে যেটার বর্তমান মূল্য ৪৫০০০ টাকা, সেটা বিক্রি করে আপনি পেয়ে যেতেই পারেন ১ টাকার নোটের বদলে ৪৫০০০ হাজার টাকা।