খবর দবর অনলাইন ম্যাগাজিনের অনেক মানুষের রিকুয়েস্ট এই ব্লগটি লেখা হলো । আজকের আমাদের আলোচনার বিষয় আপনি জব করবেন নাকি ব্যবসা ? কোনটি আপনার জন্য বেস্ট হতে চলেছে । ব্লগটি সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ করা হলো ।
চাকরি নাকি ব্যবসা ? আপনার জন্য কোনটি ঠিক ?
প্রথমে জানুন , জব কি?
একটা বাচ্চা ছেলেও এটার মানে জানে । জব মানে কাজ করা যে কোন কিছু । তার বিনিময়ে টাকা পাওয়া । এটা দুই রকম – সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি । সরকারি চাকরি পেতে গেলে আপনাকে কি কি করতে হয় ? তার জন্য পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে । শেষ পর্যন্ত আপনার জব হতেও পারে আবার নাও হতে পারে । তবে লেগে থাকলে চার থেকে পাঁচ বছরের মধ্যে government job পেতে পারেন । যদি আপনি কোম্পানি জব করতে চান তাহলে বিভিন্ন কোম্পানিতে আপনার ইন্টারভিউ দিতে হবে । আপনাকে দেখে এবং আপনার ট্যালেন্ট দেখে তারা জব দেবে । অবশ্যই মনে রাখবেন একটা কোম্পানি যখন আপনাকে কুড়ি হাজার টাকা দেবে তাহলে আপনার মাধ্যমে আরো ৫০ হাজার টাকা মার্কেট থেকে তুলে নেবে । সে ক্ষেত্রে মানসিক চাপ অবশ্যই বাড়বে ।
জবের কিছু সুফল এবং কুফল- যেটাকে তুলনাও বলা যেতে পারে হ্যাঁ আপনি সরকারি জব করলে মোটামুটি ভালো মাইনে পাবেন । সংসার ঠিকমতো ভালো চলবে । এবার আপনি কেমন থাকবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে । এটা বিভিন্ন চাকরি ভেদে হয়ে থাকে । আমার মনে হয় সব থেকে সুখের চাকরি সেটা হল মাস্টারি , রেল , ব্যাংক। তবে কেন্দ্রীয় সরকারের কিছু চাকরি যেগুলো আপনাকে বাড়ি থেকে দূরে গিয়ে করতে হবে এবং আপনার ফ্যামিলি ভালো থাকবে । কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন না ।
আর যদি কোম্পানির জব করে থাকেন তাহলে আপনার জীবন বলে কিছু আছে সেটা অনুভব করতে পারবেন না । কারণ সব সময় আপনার মাথার উপর একটা চাপ সৃষ্টি থাকবে । অফিসের ঘন্টা বাদ দিয়েও মনে হবে সব সময় আপনি কাজ করতে চলেছেন । সেই জন্য কোম্পানির চাকরিতে গেলে অবশ্যই ভেবে চিন্তে যাবেন । আর হ্যাঁ যদি ভালো পোস্ট পাওয়া যায় এবং নিজের অনেক ভালো যোগ্যতা থাকে সেক্ষেত্রে ভালো টাকা স্যালারি পেতে পারেন । তবে সাধারন মানুষ দের জন্য আমার মনে হয় কোম্পানির চাকরি যথেষ্ট বেশি কষ্টের । সেটা শারীরিক হোক বা মানসিক ।
চাকরি নাকি ব্যবসা ? আপনার জন্য কোনটি ঠিক ?
ব্যবসা বলতে সবাই বুঝি । না বোঝার কিছু নেই । অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করার সিস্টেমই হল ব্যবসা । ব্যবসা এর কিছু সুফল এবং কুফল অবশ্যই আছে । ব্যবসা থেকে আপনি লাখপতি হতে পারেন , কোটিপতি হতে পারেন , আবার কিছু নাও করতে পারেন । সেটা আপনার উপর নির্ভর করে । এখানে কোন বাধাধরা ইনকাম থাকে না । আপনার মার্কেটিং , আপনার প্রোডাক্ট এর গুণগতমান, সেলস প্রসিডিউর এর উপর নির্ভর করে । আপনার ব্যবসা ছোট হোক কিংবা বড় সেটা আপনারই । আপনি আপনার বস সবসময় মনে রাখবেন । একটা ছোট্ট দোকানদার হয়তো সম্মান এ জগতে তার অনেকটা কম থাকে কিন্তু একজন চাকরিজীবীর থেকে তার বেশি ইনকাম হয় । নিচে আমি কিছু লাইভ এক্সপেরিয়েন্স আপনারদের কাছে শেয়ার করছি । আশা করি ব্যবসা সংক্রান্ত অনেক সাহায্য হবে –
আমি ব্যবসায়ীদের রিসার্চ করতে করতে ট্রেনের হকারীদের পর্যন্ত গিয়েছি । তাদের ইনকাম শুনতে , কেমন তাদের লাইফ স্টাইল , কিভাবে তারা চলে সমস্ত কিছু শুনতে । একদিন আমি রানাঘাট লোকালে সেখানে একটা পেয়েরা বিক্রেতার সঙ্গে পরিচিত হলাম । জিজ্ঞাসা করলাম এখানে কত টাকার পেয়েরা আছে এবং কত টাকা বিক্রি হতে পারে ? বলল ১৮০০ টাকার পেয়েরা আছে এবং 4000 টাকা বিক্রি করবে । তাহলে তার ২ হাজার টাকার বেশি ইনকাম হয় একদিনে । ৩০ দিনে ৬০০০০ টাকার বেশি ইনকাম । তাহলে ভাবুন একজনের কোম্পানিতে নির্যাতিত না হয়ে নিজে স্বাধীনভাবে কিছু করাই শ্রেয় বলে আমার মনে হয় । তবে হ্যাঁ ব্যবসায় ওঠানামা অবশ্যই থাকবে ।
ব্যবসা এবং জবের কিছু ভালো দিক বা খারাপ দিক তুলে ধরলাম আশা করি ব্লগটি আপনাদের খুব পছন্দ হবে । যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকেন তাহলে এই ব্লগটি আপনার বন্ধুদের পাঠিয়ে দিতে পারেন।
চাকরি নাকি ব্যবসা ? আপনার জন্য কোনটি ঠিক ?
আরও জানুন –
ইউটিউব চ্যানেল থেকে কিভাবে অনেক অর্থ উপার্জন করছে লক্ষাধিক মানুষ ।
ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?
স্টক মার্কেট থেকে কিভাবে উপার্জন করবেন ?