Tuesday, December 12, 2023
Homeবিনোদনফের ছোটা পর্দায় ফিরছেন ডিঙ্কা, কাকে দেখা যাবে তাঁর বিপরীতে

ফের ছোটা পর্দায় ফিরছেন ডিঙ্কা, কাকে দেখা যাবে তাঁর বিপরীতে

বাংলা ধারাবাহিকের চেনা ছকের বাইরে এসে দর্শকদের মন জয় করেছিল ইন্দ্রাণী হালদার ও টোটা রায়চৌধুরী অভিনীত ধারাবাহিক শ্রীময়ী। প্রাপ্ত বয়স্ক এক গিন্নি এবং সংসারে তাঁর অবস্থান মেনে না নেওয়াকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে কাহিনী। এই কাহিনীর সঙ্গে মিলে মিশে গিয়েছে মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের গল্প। দাম্পত্য জীবনের নানা টালমাটাল পরিস্থিতির মাঝেই স্বামীর গ্ল্যামারাস গার্লফ্রেন্ডের সঙ্গে পরকীয়া যেন মাথায় বাজ ফেলে সেই গৃহবধূর। এরপর তার জীবনের মোড় ঘোরানো গল্প নিয়েই সেজে উঠেছিল ধারাবাহিক ‘শ্রীময়ী’। আর সেখানে যিনি শ্রীময়ী ও রোহিতের পরেই তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি হলেন শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কা, ওরফে সপ্তর্ষি মৌলিক। শীঘ্রই ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।
Khobordobor
বাংলার এক প্রথম সারির বিনোদন চ্যানেলে শুরু হতে চলেছে নয়া ধারাবাহিক। বিখ্যাত কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের দুটি ধারাবাহিক গুড্ডি এবং ধুলোকণা এই মুহূর্তে দর্শকদের মন ছুঁয়েছে। এরমধ্যে ‘ধুলোকণা’ বেশকিছু সপ্তাহ ধরে টিআরপি টপার। আর সেই তালিকাতেই নয়া সংযোজন হতে চলেছে নতুন এক ধারাবাহিক। অবশ্য তার নাম এখনও কিছু জানা যায়নি।

তবে নাম যাই হোক না কেন লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী সিরিয়ালে অভিনয় করতে চলেছেন ডিঙ্কা। বলা ভালো ডিঙ্কা অর্থাৎ সপ্তর্ষি মৌলিককে নিয়ে নতুন ধারাবাহিকের চিন্তাভাবনা করছেন লীনা গঙ্গোপাধ্যায়। এবার পার্শ্ব চরিত্রে নয়, বরং ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে সপ্তর্ষিকে।

এর পাশাপাশি টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে, সোনামণি সাহা অর্থাৎ মোহরকে সপ্তর্ষির বিপরীতে নায়িকা হিসেবে ভাবা হয়েছে।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments