Bangla Natok Review
- নাটক – মারীচ সংবাদ
- নাট্যদল – চেতনা
- নির্দেশনা ও পরিচালনা – শ্রদ্ধেয় স্যার অরুণ মুখার্জী
- তারিখ – ২২/৭/২৪
- স্থান – জি ডি বিড়লা সভাঘর
সমগ্র নাটকের প্রতি , নাটকের প্রত্যেক শিল্পীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ও কিছু লিখতে পারার চেষ্টা : সুজয়া
আমি রোজ একটু একটু করে শিখি । শেখার চেষ্টা করি এবং করে চলেছি রোজ নিয়মিত ভাবে নিজের মত করে । সব রকম পরিস্থিতিকে অবশ্যই মাথায় রেখে সব কিছুর মধ্য দিয়েই শেখার সূচনা শুরু হয় । ছোট বড়ো প্রত্যেক মানুষের থেকে শিখতে হয় সে যে কোন শিল্প বা কর্মযোগ্যই হোক না কেন ।
গতকাল ছিল এক ঐতিহাসিক সন্ধ্যার মুহূর্ত , সত্যিই ঐতিহাসিক । সুজনদার জন্মদিন , সুজন দার জন্মদিন নাটক ছাড়া ভাবাই যায় না । সেই না ভাবার মুহুর্ত উজার হয়ে
ভরে উঠল এক অনবদ্য প্রাপ্তি দিয়ে , যে প্রাপ্তির নাম – ” মারীচ সংবাদ ” ।
ঠিক কেমন করে শুরু করব থই পাচ্ছিলাম না । একদম একটা ঘোরের মধ্য ছিলাম । কখন শুরু হল আর কখন শেষ হল সেটা বুঝতেই দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গেছিল ।
স্তব্ধ হয়ে গেছিলাম , যাকে বলে এক কথায় বাক্যহারা একদম ।
বহু গুণী শিল্পী এবং শ্রষ্টার এক অসাধারণ যৌথ কর্মযোগ্য হল মারীচ সংবাদ । আমরা যদি একটু ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে দেখব সেই সময় থেকেই সৃষ্টি হয়েছে যারা খারাপ মানুষেরা খারাপ থেকে ভালো হতে চাইলেও তাদেরকে কিছুতেই ভালো হতে দেব না । তারা ভালো হতে চাইলেই গলা টিপে ধরব । ক্রমান্বয়ে একের পর এক সেই ঘটনার মধ্য দিয়ে সেই চিত্র ফুটে উঠেছে। যে ঘটনাবলি বতর্মান সমাজব্যবস্থায় আজও বিভিন্ন ক্ষেত্রে আমাদের মন কে ছুঁয়ে দিয়ে যায় । সব সময় একদল মানুষ চেয়েছে ভালো মানুষের মুখোশ পরে ক্ষমতাকে কিভাবে নিজের কুক্ষিগত করব । নিচু শ্রেনীর মানুষদেল বশ করে রাখব ক্ষমতা বলে , বাঁচতে দেব না । স্বাধীনতা কে খর্ব করে রাখব! বিখ্যাত মনীষিদের কথা অনুসরণ করতে চাইলেও তা হতে দেব না । অন্য দেশের কাজে নিজের নোংরা মুখোশের আড়ালে ভালো মানুষের পো হয়ে যুদ্ধের কলকাঠি নারব তাই না! জমিদার হয়ে চাষিদের কে কিভাবে খারাপ কাজে লাগিয়ে তাদের একদিক দিয়ে মৃত্যূর মুখে ঠেলে দেব তার পরিকল্পনা করব । ঋষি , মুনিরা , মহাকব্যের মানুষেরা এসে চোখে আঙুল দিয়ে বিভিন্ন মতাদর্শের কথা বলে গেছেন সময়ের সাথে সাথে । তাই না ? এই ভাবেই এক একটি ঘটনার আর সেই সাথে ঘটে গেছে মুখ আর মুখোশ বদলের পালা ! মুখ আর মুখোশ বদলেছে বা বদল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা দেখে চলেছি দিনের পর দিন , বছরের পর বছর , মাসের পর মাস ! নিয়মের বেরাজাল কিন্তু বদলায় নি । আজও না । আচ্ছা বলুন তো আমরা মানুষ হিসাবে কি সত্যিই সত্যিই নিজেদের বদল করতে পেরেছি একটুও না কি শুধুমাত্র কোন টা ঠিক আর কোন টা ভুল তা নিয়ে পরনিন্দা আর পরচর্চা করে গেছি ? একটু বেশি স্পষ্ট বলে ফেললাম না তো ! জানিনা, তবে একটা কথা বলব এরকম আরও অনেক সৃষ্টি র মধ্য দিয়ে মানুষের মধ্যে যেন একটু হলেও নববোধ জন্ম নেয় ।
প্রতিটি ভিন্ন চরিত্র , ভিন্ন মেজাজ এবং ভিন্ন তার রূপের বুনন । যথার্থ ভাবে চরিত্রের চরিত্রায়নের সংজ্ঞা আবার নতুন করে উদ্ভাসিত হল মারীচ সংবাদের মাধ্যমে । বাংলা অভিধানের শব্দ যে শেষ হতে চায় না এর ব্যাখ্যায় । যত দেখব আরও শিখব, আরও জানব।
সমগ্র মারীচ সংবাদের পরিবারকে মাথানত করে প্রণাম এবং কূর্ণিশ জানাই । বাকরুদ্ধ, সৃষ্টির আর একটা নাম চেতনার মারীচ সংবাদ। প্রত্যেক অসাধারন শিল্পী কে কি বলব আমার কাছে সত্যিই কোন ভাষা নেই বলার মত, সত্যিই নেই।আলো বিন্যাস , সঙ্গীত, শব্দ যাপন প্রতিটা বিষয় আমাকে স্তব্ধ করে দিয়েছে। তবে একটি কথা বলব আমি অনেক ছোট এবং শুধুমাত্র একটু চেষ্টা করলাম আমার ভালোবাসা এবং ভালোলাগাটুকু তুলে ধরতে ।
কোথাও যদি কোনো ভুল হয় , তাহলে ক্ষমা করে দেবেন।
Sujan Neel Mukherjee, Chetana – the theatre group, Shantilal Mukherjee, Debsankar Halder, Avik Sarkar, Nibedita Neel Mukherjee, Sudip Mukherjee, Sudipta Chakraborty, Sudipa Basu, Mirchi Agni, Rwitobroto Mukherjee, Loknath Dey, Loka Deb Chatterjee
1 thought on “Bangla Natok Review : বাংলা নাটক “মারীচ সংবাদ” রিভিউ – কলমে সুজয়া”
Somebody essentially lend a hand to make significantly articles Id state That is the very first time I frequented your website page and up to now I surprised with the research you made to make this actual submit amazing Wonderful task