Wednesday, November 29, 2023
Homeবিনোদনকলকাতার বুকে সম্পন্ন হল ক্যালকাটা ফিল্ম ফেস্টিবলের প্রথম মান্থলি স্ক্রিনিং

কলকাতার বুকে সম্পন্ন হল ক্যালকাটা ফিল্ম ফেস্টিবলের প্রথম মান্থলি স্ক্রিনিং

Calcutta Film Festival: শহর কলকাতার বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম মান্থলি স্ক্রিনিং। বিশ্বের প্রায় ৩০ টি দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ফিল্মের সাবমিশন জমা পড়েছে প্রথমবারেই।

রোটারেক্ট ক্লাবের দ্য ভিন্টেজ থিয়েটার হলে বিকেল চারটের সময় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে এর মধ্যে থেকেই বিচারকদের পছন্দ করা পাঁচটি চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রত্যেক মাসেই, সাবমিট হওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে বেছে নেওয়া হবে সেরা কয়েকটি চলচ্চিত্রকে। আমাদের বিচারকদের পছন্দের সেই চলচ্চিত্রগুলি প্রত্যেক মাসে স্ক্রিনিং এর ব্যবস্থা করা হবে।

calcutta international film festival 2022

প্রথম থেকেই প্রতিভাবান কিছু পরিচালক, চিত্রনাট্যকার কে খুজে পাওয়া এবং তাদের যোগ্য সম্মানে ভূষিত করার লক্ষ্য নিয়েই যাত্রা করেছে ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। সকলের সহযোগিতায় খুব শীঘ্রই সুচারু ভাবে তা আমরা সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।

 Reporter
রাজকুমার দাস

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments