Cinebap-কে ‘নারীবিদ্বেষী’ তকমা Bong Guy-এর!

khobordobor

“তোমার খেলা তোমার সঙ্গে খেললেই সমস্যা? আগে তুমি কী বলেছ মনে নেই? ব্রেনোলিয়া দিয়ে ব্রাহ্মিশাক গুলে খাও!” সোমবার সিনেবাপকে একহাত নিলেন বং গাই। সিনেবাপ এবং দ্য বং গাই -এর ‘যুদ্ধ’ এক্কেবারে তুঙ্গে। কেউ কাউকে ছেড়ে কথা বলার নয়। সোশ্যাল মিডিয়া খুললেই এখন কন্টেন্ট ক্রিয়েটরদের ‘লড়াই’ এ টালমাটাল নেটবাসী। রবিবার ‘দ্য বং গাই’ কিরণ দত্তকে মিষ্টি সুরে ‘হুমকি’ দিয়েছিলেন ‘সিনে বাপ’ মৃন্ময় দাস।তার ২৪ ঘণ্টার মধ্যেই পালটা জবাব দিলেন কিরণ। মৃন্ময়কে উদ্দেশ্য করে কিরণের প্রশ্ন, “বদ্দা তুমি ভদ্দর?”

এক বছর আগে Social Media -তে Strike দেওয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল। আবার শিবির সাজিয়েছে দুই যুযুধান প্রতিপক্ষ। ঝামেলার সূত্রপাত বাংলার জনপ্রিয় গেমশো ‘দাদাগিরি আনলিমিটেড’ এর মঞ্চ থেকে। কিছুদিন আগেই এই শোয়ে উপস্থিত ছিলেন, বাংলার সব বিখ্যাত Content Creator রা। কিন্ত সেখানে উপস্থিত ছিলেন না, মৃন্ময়। তাঁর বক্তব্য, দাদাগিরির সেই এপিসোডে কেন উত্তরবঙ্গের কনটেন্ট ক্রিয়েটারদের ডাকা হয়নি। কারণ তিনি কোচবিহারের ছেলে। সিনেবাপ এও দাবি করেন, বাংলার বেশিরভাগ রিয়েলিটি শোতেই মূলত দক্ষিণবঙ্গের ক্রিয়েটারদের ডাকা হয়। এমনকী টলিউডেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল Content Creator -দেরই অগ্রাধিকার দেওয়া হয়। ফলত তাঁকে কেন ডাকা হল না সেই প্রশ্নও করেন সিনেবাপ। আমন্ত্রিত তালিকায় ছিলেন কিরণও। ঠারেঠোরে তাঁকেও কটাক্ষ করতে ছাড়েননি। এরপরেই শুরু হয় বিতর্ক।
সোমবার The Bong Guy আরও একবার Roast করেন Kiran Dutta। Video -র শুরুতেই কিরণ বলেন, “আবার সেই ম্যানুপুলেশন, লোককে বানানো বোকা। নাম দিয়েছ Cinebap। আসলে সিনেখোকা। হচ্ছে তো বদ্দা তোমার মতো? আমাকেও নামতে হচ্ছে তোমার মতো করে। ভালো লাগছে তো বদ্দা বাচ্চাদের মতো লড়ে?”