Wednesday, December 6, 2023
Homeবিনোদনফিল্ম গসিপঅভিনেতা সুরজ থাপারের জন্য ন্যাড়া হলেন স্ত্রী দীপ্তি, অবাক করা কারণ

অভিনেতা সুরজ থাপারের জন্য ন্যাড়া হলেন স্ত্রী দীপ্তি, অবাক করা কারণ

আচমকাই ন্যাড়া হলেন অভিনেতা সুরজ থাপারের স্ত্রী দীপ্তি ধ্যানি। সেই ছবিও আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, ‘তোমার জন্য’। স্বামীর জন্য কেন এমন কাজ করলেন তিনি? অভিমান নাকি অন্য কারণ? তবে কারণ শুনলে চমকে উঠতে হয়।

আসলে গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সুরজ। আইসিউইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭০ শতাংশ ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছিল। বাঁচানো মুশকিল ছিল অভিনেতাকে। স্বামীর সেই কঠিন সময় তাঁর স্ত্রী দীপ্তি তিরুপতি বালাজী মন্দিরে যান। সেখানে গিয়ে মানত করেছিলেন, স্বামী সুস্থ হয়ে উঠলে তিনি ন্যাড়া হয়ে যাবেন। কিছুদিনের মধ্যেই চিকিৎসায় পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন সুরজ। সম্প্রতি সেই মানত পূর্ণ করলেন দীপ্তি। কেটে ফেললেন মাথার সব চুল।

এমন একজন জীবন সঙ্গী পেয়ে তিনি আপ্লুত। নিজেকে ভাগ্যবান বলে মনে করেন সুরজ। তাঁর কথায়, ‘আমি যখন সুস্থ হয়ে লীলাবতি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম, তখন দীপ্তি আমাকে বলে যে ও মানত করেছে। ওকে নিষেধ করি সব চুল কেটে ফেলতে। জিজ্ঞাসা করি, কোনও ভাবে কি অর্ধেক চুল কেটে ফেললে হবে না? দীপ্তি কোনও ভাবেই রাজি হয়নি। কারণ দীপ্তির কাছে তাঁর মাথার চুলের থেকে বেশি দামি আমার জীবন।’

তবে নিজের নতুন ‘লুক’ নিয়ে খুবই স্বচ্ছন্দ দীপ্তি। ওড়না দিয়ে মাথা ঢাকার চেষ্টাও করেন না তিনি। সুরজ সেই কথা জানিয়ে বলেন, ‘‘আমাকে যদি ন্যাড়া হতে বলা হয়, কতটা সাহস পাব আমি জানি না। কিন্তু চুল ছেটে ফেলার সময়ে দীপ্তি মন্দিরে বসে হাসিমুখে ঈশ্বরের নাম নিচ্ছিল। আমাদের দু’জনের কাছে সেই মুহূর্তটা খুবই আবেগপূর্ণ ছিল। কিন্তু আমার স্ত্রীকে খুবই সুন্দর দেখাচ্ছে। সে কথা মানতেই হবে।’’ অশ্রুসজল চোখে দীপ্তির প্রতি ভালবাসার সঙ্গে এমনটাই জানালেন সুরজ।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments