Sunday, December 10, 2023
Homeবিনোদনফিল্ম গসিপগাঁটছড়া বাঁধলেন বেবিডল খ্যাত কণিকা কাপুর, কাকে বিয়ে করলেন গায়িকা?

গাঁটছড়া বাঁধলেন বেবিডল খ্যাত কণিকা কাপুর, কাকে বিয়ে করলেন গায়িকা?

সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের বেবি ডল ওরফে গায়িকা কণিকা কাপুর। শুক্রবার লন্ডনে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা। এনআরআই ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে লন্ডনের এক অভিজাত হোটেলে বসেছিল বিয়ের আসর। লন্ডনেই আয়োজন করা হয়েছিল প্রি-ওয়েডিংয়ের সব অনুষ্ঠান। মেহেন্দি-সংগীতে হাসিখুশি কণিকা সকলের নজর কেড়েছেন।

Khobordobor
গাঁটছড়া বাঁধলেন বেবিডল খ্যাত কণিকা কাপুর, কাকে বিয়ে করলেন গায়িকা?

পিচ রঙের লেহেঙ্গায় একেবারে সাবেকি কনের মতো সেজেছিলেন কণিকা। সঙ্গে গলায় চোকার, মাথায় টিকলি ও হাতে চুড়ি। দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কণিকা। অন্যদিকে ক্রিম রঙের পাঞ্জাবি পরেছিলেন গৌতম। মাথায় পাগড়ি।

Khobordobor
গাঁটছড়া বাঁধলেন বেবিডল খ্যাত কণিকা কাপুর, কাকে বিয়ে করলেন গায়িকা?

জানা যায়, এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সময় কণিকার বয়স ছিল মাত্র ১৮ বছর। রাজ ও কণিকার তিন সন্তান। ২০১২ সালে প্রাক্তন স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কণিকার। ২০১৪ সালে বেবি ডল গানের মধ্যে দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান কণিকা। এরপর ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বলিউডে তাঁর হিট গানের সংখ্যা অগুণতি।

Khobordobor
গাঁটছড়া বাঁধলেন বেবিডল খ্যাত কণিকা কাপুর, কাকে বিয়ে করলেন গায়িকা?
diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments