বিশিষ্ট ক্রিকেট প্লেয়ারদের বায়োপিক বলিউডে সিনেমা হিসাবে এসেছে, এবং আরো বেশ কিছু কাজ চলছে। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুত অভিনীত জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক আমাদের সামনে এসেছে এবং রীতিমতো আলোড়িত হয়েছে। দর্শক কোনোদিনও ভুলতে পারবে না এটি এমনি একটি বায়োপিক। শচীন টেন্ডুলকারের ডকুমেন্টারি বায়োপিক দর্শকদের প্রশংসা এ ভূষিত হয়েছে। তবে প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন, সেরা ক্রিকেটার, বাঙ্গালীদের মহারাজ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক কবে আসবে বা আদৌ আসবে কিনা সে নিয়ে একটা জিজ্ঞাসা তৈরী হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তবে এবার ঘটতে চলেছে সেই প্রতীক্ষার অবসান। নিজের বায়োপিক তৈরিতে এবার সম্মতি দিয়েছেন এই কিংবদন্তি ব্যক্তিত্ব। সূত্রের খবর অনুসারে, রনবীর কাপুর অভিনয় করতে চলেছে এই বায়োপিকে মুখ্য চরিত্রে অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর ভূমিকায়। যদিও দাদার বেশে পছেন্দের তালিকায় আছে আরো দুজন অভিনেতা। তাদের মধ্যে একজন হলেন ঋত্বিক রোশান। যথাসম্ভব সৌরভ গাঙ্গুলী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট।
অচেনা সুচিত্রা সেন – দেখে নিন ফটো গ্যালারী
একটি বড় প্রোডাকশনের তত্ত্বাবধানে নির্মিত হতে চলেছে এই বায়োপিক। 200 থেকে আড়াইশো কোটি টাকা বাজেটের সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ, স্ক্রিপটিং ও প্রায় কমপ্লিট। ছোট্ট সৌরভ গাঙ্গুলী থেকে তার বিসিসিআই প্রেসিডেন্ট এর জার্নি পুরোটাই থাকতে চলেছে এই বায়োপিকে। এখনো পর্যন্ত পরিচালকের নাম সামনে আসেনি, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে জল্পনা চলছে তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা কিছু করা হয়নি। সমস্ত কাজ শেষ হওয়ার পরে যথাসম্ভব সবার নাম সামনে আসবে।
এর আগেও মহারাজকে তার বায়োপিক নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তখন তিনি রাজি হননি। নামজাদা প্রোডাকশন হাউজ ফক্স এর তরফ থেকে ও একতা কাপুর এর তরফ থেকে তার কাছে প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু ভারতীয় প্ৰাক্তন ক্যাপ্টেনের সম্মতি না মেলায় তা সম্ভব হয়নি।
সম্প্রতি কাজ চলছে ক্রিকেট নিয়ে বেশে কিছু যেমন মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ঝুলন গোস্বামী ও মিতালির বায়োপিক আসতে চলেছে , ১৯৮৩ বিশ্বকাপ জয়ী কপিল দেবের বায়োপিক তৈরী হচ্ছে বলিউডে।এবার বায়োপিক নির্মাণের তালিকা আর একটি ময়ূরের পালক যোগ হলো। অর্থাৎ নতুন সংযোজন হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক।

- Mukesh Ambani জীবনে সাফল্য পেতে আজই বাড়িতে লাগান এই গাছ, রয়েছে মুকেশ অম্বানীর বাড়িতেও
- Bhaijaan in Kolkata দিদির বাড়িতে ভাইজান, সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা।
- Silver jewlery রুপোর অলংকার পছন্দ? ভাগ্যকে উজ্জ্বল করতে ব্যবহারের আগে লক্ষ্য রাখুন এই বিষয়গুলি।