Monday, June 5, 2023
Homeবিনোদনফিল্ম গসিপকেজিএফ ৩ -তে যশের সঙ্গে কি দেখা যাবে হৃতিককে

কেজিএফ ৩ -তে যশের সঙ্গে কি দেখা যাবে হৃতিককে

kgf chapter 3 cast:  পুষ্পা’ থেকে শুরু করে ‘আরআরআর’ বা ‘কেজিএফ ২’ দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা সফল করে তুলেছে। আর এসব সিনেমার মধ্য দিয়েই চুটিয়ে ব্যবসা করে নিয়েছে দক্ষিণী সিনেমাগুলো। বলা চলে বর্তমানে দক্ষিণী সিনেমার জয়জয়কার সর্বত্র। বাহুবলি’ ছবির সার্বিক সাফল্যের পর সারা ভারতের দর্শকদের দক্ষিণী ছবির প্রতি আগ্রহ যেমন বেড়েছে, ঠিক তেমনই বলিউড সেলেবরাও পারিশ্রমিকের অঙ্ক বাড়াতে দক্ষিণী ছবির প্রতি আকৃষ্ট হচ্ছেন। ঝড়ের গতিতে দক্ষিনী সুপারস্টারেরা সর্বভারতীয় ক্ষেত্রে উত্তেজনার পারদ তুঙ্গে নিয়ে গেছেন। তাহলে এবার কি হৃতিক রোশনও সেই পথে পা বাড়ালেন? যদিও এর সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি। তবে এ নিয়ে জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কেজিএফ ২’ বক্সঅফিসে এখনো পর্যন্ত ১২২৭ কোটি টাকার ব্যবসা করেছে। বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে ‘কেজিএফ ৩’ ছবিতে যশের সঙ্গে জোট বাঁধবেন হৃতিক (KGF Chapter 3 Cast)। তবে এই খবরের সত্যতা সম্পর্কে নির্মাতারা এখনও পর্যন্ত কিছু জানাননি।

আরও পড়ুন – সাউথের সিনেমা কেন এগিয়ে তার দৃষ্টান্ত উজ্বল, ১৯ বছর বয়সে KGF Chapter – 2 এর এডিটর

পরিচালক জানিয়েছেন, ‘কেজিএফ চ্যাপ্টার-৩’ আসবে। কবে নাগাদ আসবে তা এখনো জানা যায়নি। তবে পরিচালক সংবাদমাধ্যমে বলেছে যে, কাজ শুরু হতে দেরি আছে। এই বছর কিছু হচ্ছে না। তাই এখনই কিছু ঠিক করা হয়নি।’ ফলে এখনই ধরে নেওয়া ঠিক নয় যে এই সিনেমাতে হৃতিককেই দেখা যাবে

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments