Wednesday, December 6, 2023
Homeবিনোদনফিল্মশুটিং শেষ। শীঘ্রই রিলিজ হবে " অজানা উত্তম "

শুটিং শেষ। শীঘ্রই রিলিজ হবে ” অজানা উত্তম “

খবর দবর ও অগ্নিকা মিডিয়া ওয়ার্কস এর যৌথ উদ্যোগে তৈরী হচ্ছে নতুন বাংলা শর্ট ফিল্ম ” অজানা উত্তম “। এই ফিল্মটি মূলত একটা সাসপেন্স কমেডি।

স্বামী-স্ত্রী র মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে দাবি করে যে, সে হলো স্ত্রীর প্রেমিক তাহলে কেমন অবস্তার সম্মুখীন হতে হয় তা নিয়ে এই সিনেমার গল্প এগিয়েছে, এবং শেষে সুন্দর একটা সামাজিক মেসেজ আছে ফিল্মটিতে।

শুটিং চলছে ফিল্ম – অজানা উত্তম

এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিবাস মন্ডল যে উত্তমের চরিত্রে ও তুষার চন্দ প্রলয় বাবুর ভূমিকায় ও অনুভা দেবীর চরিত্রে লিপিকা ভদ্র।

পরিচালনা ও সম্পাদনা – অনল এ মোদক, চিত্রনাট্য – অলিভিয়া দে মোদক, সিনেমাটোগ্রাফি – দেবাশীষ রায়।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments