Monday, May 29, 2023
Homeবিনোদনফিল্মশাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় আমার জীবনের সেরা পাওনা : অভিনেত্রী দেবযানী

শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় আমার জীবনের সেরা পাওনা : অভিনেত্রী দেবযানী

পিসি নিউজ বাংলা : ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে দাঁড়িয়ে একটি গাড়ি। কাচ তোলা। ভিতরে চালক বসে। হঠাৎ দরজায় টোকা। ঠিক সেই সময় জোরে মেঘ ডেকে উঠল। ৩৮ সেকেন্ডের সাদা-কালো টিজারে টানটান রহস্যের মোড়া ‘তীরন্দাজ শবর’-এর টিজার প্রকাশ্যে আসার পরই এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে ২৭ মে মুক্তি পেয়েছে এই ছবি। প্রকাশ্যে এল টিজার। ছবি মুক্তির পরই হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা।এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা,  দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেনের মত অভিনেতারা।

এই ছবিতে পাপিয়া সমাদ্দারের চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার পরিচিত মুখ দেবযানী চট্টোপাধ্যায়। এই ছবিতে কাজের অভিজ্ঞতার বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিতে অভিনয় তাঁর কাছে স্বপ্নের মতো। কারণ, পরিচালক অরিন্দম শীলের সেটে কখনওই টেনশন থাকে না। সবসময়ই তাঁর টিমের সদস্যদের খেয়াল রাখেন তিনি। সেইসঙ্গৈ দেবযানী এও জানান, শ্বাশত চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার তাঁর স্ক্রিন শেয়ার। তাই এই বিষয়টি নিয়েও স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ‘তীরন্দাজ শবর’-এর পাপিয়া।

নতুন চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করেন দেবযানী ?
জানা যায়, যেকোনও চরিত্রে অভিনয়ের আগে খুব বেশি হোমওয়ার্কে তিনি বিশ্বাস করেন না। বরং ফ্লোরে গিয়ে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতেই তিনি বেশি ভালোবাসেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অরিন্দম শীলের জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘শবর’-এর চতুর্থ ভাগ
মুক্তি পেল। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘আসছে আবার শবর’। টিজার পোস্ট করে পরিচালক লিখেছিলেন, ‘তীরন্দাজের তীর কি করবে লক্ষ্যভেদ? শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।’

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments