বলিউডের “শেরনী”আবার রূপালী পর্দায় ফিরছে। কিছু বছরের বিরতি কাটিয়ে নতুন ভূমিকায়, নতুন অবতারে আসছেন অভিনেত্রী বিদ্যা বালান।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি তার নতুন ছবি “শেরনী”র পোস্টার লঞ্চ করলেন সোমবার। ক্যাপশন এ লিখলেন “সে বাইরের দুনিয়ায় পা রাখতে পারে নির্ভয়ে”।
লকডাউন এ সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ। তাই ওটিটি প্লাটফর্ম এ দেখানো হবে ছবিটি। বিদ্যার চরিত্রের নাম “শেরনী গিল”। যে একজন বন-আধিকারিক।২০২০ সাল থেকেই “শেরনী”র শুটিং চলছিল মধ্যপ্রদেশ ও দেশের বিভিন্ন প্রান্তে। এর আগেও অভিনেত্রী কে দেখা গেছে মহিলা চরিত্রে অভিনয় করতে “কাহানি” ও “তুমহারী সলু” তে । এই দুই ছবি তাকে বিভিন্ন পুরষ্কারে ভূষিত করেছে।
বিদ্যা ছাড়াও “শেরনী” ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইলা অরুণ, বিজয় রাজ কে। পরিচালক অমিত মাসুরকারের চতুর্থ ছবি এটি। বিদ্যার অভিনীত শেষ সিনেমা ছিলো অর্থাৎ তাকে শেষ দেখা গিয়েছিল ‘শকুন্তলা-দেবী’ তে।
- Mukesh Ambani জীবনে সাফল্য পেতে আজই বাড়িতে লাগান এই গাছ, রয়েছে মুকেশ অম্বানীর বাড়িতেও
- Bhaijaan in Kolkata দিদির বাড়িতে ভাইজান, সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা।
- Silver jewlery রুপোর অলংকার পছন্দ? ভাগ্যকে উজ্জ্বল করতে ব্যবহারের আগে লক্ষ্য রাখুন এই বিষয়গুলি।
- Astrology গঠিত হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’! এই সময় কোন কাজ ভুলেও করবেন না, জেনে নিন।
- Chanakya Neeti বাড়িতে এই ধরনের মানুষ থাকা মানে মৃত্যুর সম্মুখীন, সময় থাকতে চিনে নিয়ে দূরত্ব বজায় রাখুন।
- Biography Atal bihari Vajpayee শুরু হল ‘ম্যায় অটল হুঁ’ ছবির শুটিং, পোস্ট করলেন অভিনেতা পঙ্কজ।