Tuesday, January 31, 2023
Homeবিনোদনফটো গ্যালারীবিকিনিতে মোনালিসার শরীরী লাস্য ও আগুন ঝড়ানো যৌবন

বিকিনিতে মোনালিসার শরীরী লাস্য ও আগুন ঝড়ানো যৌবন

Actress Monalisa : ভোজপুরি চলচ্চিত্র শিল্পে অন্যতম জনপ্রিয় ও তারকা অভিনেত্রী মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের ছবি শেয়ার করেন মোনালিসা মুহুর্তের মধ্যে। মাঝেমধ্যে হট লুকে ধরা দেন বাঙালি এই অভিনেত্রী মোনালিসা। ফের ধরা দিলেন বিকিনিতে। যা এবারও মুহূর্তে ভাইরাল তাঁর আগুন ঝরানো সেই ছবি। সুইমিং পুলের ধারে পারদ চড়ালেন অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। ফ্লোরাল বিকিনিতে সুইমিং পুলের ধারে। মোনালিসার শরীরী হিল্লোল স্পষ্ট। নীল জলের ধারে উষ্ণতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অভিনেত্রী। মিনি স্কার্টের সঙ্গে ব্রালেটে ঝড় তুলে ভক্তদের মন কাড়লেন মোনালিসা।
Khobordoborমাঝেমধ্যেই হট অবতারের ধরা দেন তিনি। বাংলায় দুপুর ঠাকুরপো সিজন ২-তেও অভিনয় করেছেন মোনালিসা। এই ওয়েব সিরিজে অন্যতম একটি চরিত্র ‘ঝুমা বৌদি’, যেটি অত্যন্ত দক্ষতার সাথে অভিনেত্রী পালন করেছেন। ওয়েব সিরিজটি রিলিজ-এর কিছুদিনের মধ্যেই বাংলায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন মোনালিসা Actress Monalisa ।Khobordobor

তাঁর শরীরী লাস্যে অনেকেই মুগ্ধ। ফ্যান ফলোইং-ও হয়েছিল প্রচুর। এখনও এই ফ্যান ফলোইং একইভাবে বজায় রেখেছেন নিজের অভিনয়-এর মাধ্যমে। এছাড়াও তাকে বিখ্যাত রিয়ালিটি শো বিগ বস ১০ এ দেখা গিয়েছিল। সেখানে তিনি অনেক দর্শকের মন জিতেছিলেন।

diginext
Author: diginext

LEAVE A REPLYPlease enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments