Wednesday, June 7, 2023
Homeবিনোদনছোটপর্দার নতুন-পুরনো জুটিরা জামাইষষ্ঠী উপলক্ষে কী আয়োজন করেছে জেনে নিন

ছোটপর্দার নতুন-পুরনো জুটিরা জামাইষষ্ঠী উপলক্ষে কী আয়োজন করেছে জেনে নিন

৫ জুন বাংলার ঘরে ঘরে খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন হতে চলেছে। ইলিশ ভাপা, কচি পাঁঠার ঝোল, আম কাঁঠাল মিষ্টি-সহ খালা চারিদিকে বাটি সাজানো। কারণ ক’দিন পরেই বাংলার ঘরে ঘরে পালন করা হবে জামাইষষ্ঠী। কিন্তু এবারের জামাইষষ্ঠীর রেশ থাকবে আরও একসপ্তাহ। সৌজন্যে স্টার জলসা। ১২ জুন রবিবার বিকেল ৫টা থেকে থাকছে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান ‘জামাইষষ্ঠী জমজমাট’।

শুধু যে জামাইরাই আদরে আহ্লাদে আটখানা হবেন তা নয়, সঙ্গে সমান আদরযত্নে সামিল হবেন বৌমারাও।
বুধবার বিকেলেই স্টার জলসার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ‘জামাই ষষ্ঠী জমজমাট’-এর প্রোমো। প্রোমোতেই স্পষ্ট খাওয়াদাওয়া,নাচ গান, আড্ডা, খুনসুটিতে জমে উঠবে এই অনুষ্ঠান। লালন, অভ্র, ঋষির মত নতুন জামাইরা যেমন থাকবে তেমন দেখা মিলবে ডিংকা, গঙ্গারাম, শঙ্খ, বিহানদেরও। স্টার জলসার সব জামাইদের নিয়ে বসবে চাঁদের হাট।
Khobordoborপ্রোমোতে তিন রকম লুকে ধরা দিয়েছে মোহর, সঙ্গে পিহু-ঋষির মুহূর্তও ধরা পড়েছে । জলসার জুটিদের রঙিন পারফরম্যান্সে যে জামাইষষ্ঠীর অনুষ্ঠান জমজমাট হয়ে উঠবে তা স্পষ্ট। পাশাপাশি থাকবে জামাইবরণের মত আচার অনুষ্ঠানও। জামাই ষষ্ঠী মানেই কবজি ডুবিয়ে পেটপুজো। মেনুতে থাকছে চিংড়ি, মাটনের বিভিন্ন পদ সঙ্গে হরেকরকম মিষ্টি।

ইতিমধ্যেই শুটিং ফ্লোর থেকে নানারকম মজার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন আলতা ফড়িং-এর অভ্র ও তার শাশুড়িমা রাধারাণী। তবে আর কী কী চমক অপেক্ষা করছে তা জানতে দেখুন ১২ জুন জামাইষষ্ঠী জমজমাট’।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments