প্রয়াত সংগীতশিল্পী কেকে-কে নিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিতর্কিত ভিডিও ঘিরে এখনও তোলপাড় শহর। সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও রূপঙ্করের বিরুদ্দে ‘ধিক্কার’ হ্যাশট্যাগে ভর্তি। কেকে বিতর্কের পর প্রথমবার মঞ্চে গান গাইতে উঠলেন রূপঙ্কর বাগচি। সম্পূর্ণ পুলিশি প্রহরায় রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি অডিটোরিয়ামে পৌঁছোন রূপঙ্কর। হাতে গোনা কিছু দর্শকের সামনে পারফর্ম করেন তিনি। শুধু নিজের পছন্দের গান গাইলেনই না, এদিন দর্শকের অনুরোধও রাখলেন শিল্পী। মুখে স্বস্তির হাসি নিয়ে রূপঙ্কর স্টেজ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ”আজকের এই অনুরোধটা আমার প্রয়োজন ছিল।”
সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর কাছে অনুষ্ঠান মঞ্চ মাতানো নতুন কিছু নয়। এদিন সন্ধ্যাতেও তাঁর ‘ওঁ চাঁদ’ গানটির সঙ্গে নাচতে দেখা গেল অডিটোরিয়ামে উপস্থিত কয়েকজন শ্রোতাকে। অবশ্য এবারের অনুষ্ঠান যেন একেবারে অন্যরকম। এইদিন ‘ও চাঁদ’, ‘’আমার মতে তোর মতন কেউ নেই’-এর মতো জনপ্রিয় বাংলা গান গেয়েছেন। তবে কেকে মারা যাওয়ার পর যেভাবে তাঁকে ঘিরে ধিক্কারের রব আর প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন তিনি ও তাঁর পরিবার, সে কথা ভেবেই এদিন অডিটোরিয়ামে কড়া পুলিশি পাহাড়ার ব্যবস্থা করা হয়।
Create an account
Welcome! Register for an account
A password will be e-mailed to you.
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.