Wednesday, November 29, 2023
Homeবিনোদনফিল্ম গসিপঅনাবৃত শরীরে বিশেষ আপত্তি শাহরুখের, ছেলে আরিয়ানের উপর কড়া নিষেধাজ্ঞা

অনাবৃত শরীরে বিশেষ আপত্তি শাহরুখের, ছেলে আরিয়ানের উপর কড়া নিষেধাজ্ঞা

রোমান্টিক অভিনেতা হিসেবে শাহরুখ খান যতই হার্ট থ্রব হোক না কেনো দর্শক মহলে, বাড়ির ক্ষেত্রে তিনি পুরোটাই বিপরীত। কন্যা সুহানার ব্যাপারে তিনি সর্বদাই ভীষণই পজেসিভ, এই বিষয়ে আমরা সকলেই অবগত।

অনাবৃত শরীরে বিশেষ আপত্তি  বলিউডের বেতাজ বাদশার। এ বিষয়ে ছেলে আরিয়ানের ওপর ও কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন “মন্নাতের” মালিক শারুখ খান।

রোমান্টিক অভিনেতা হিসেবে শাহরুখ খান যতই হার্ট থ্রব হোক না কেনো দর্শক মহলে, বাড়ির ক্ষেত্রে তিনি পুরোটাই বিপরীত। কন্যা সুহানার ব্যাপারে তিনি সর্বদাই ভীষণই পজেসিভ, এই বিষয়ে আমরা সকলেই প্রায় অবগত। তবে সুহানা শুধু নয়, ছেলে “আরিয়ান” এর জন্য রয়েছে তার বিশেষ কঠোর বিধি। পোশাকআশাক নিয়ে একটি পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার বাড়ির অন্দরমহলের বিশেষ কিছু নিয়ম এর কথা। ছেলে আরিয়ান কে একদম শার্টলেস অবস্থায় দেখতে পছন্দ করেন না তার বাবা অর্থাৎ শারুখ খান। কেনো এমন নিষেধাজ্ঞা? এ প্রশ্ন এর উত্তরে কি বলছেন বলিউডের বাদশা?

তিনি জানিয়েছেন একজন মেয়ে যদি খালি গায়ে থাকতে না পারে, একজন ছেলে হিসেবে কেনো সে সেটা পারবে? নাড়ীর স্তন্ আছে, আর পুরুষ এর নেই, এই মানসিকতায় বড়ো আপত্তি মানবিক জ্ঞান সম্পন্ন সকলের প্রিয় নায়ক শাহরুখের।

মন্নত এর অন্দরমহলে সকলের সমান সুবিধা ও অধিকারে বিশ্বাসী সুপারকুল শাহরুখ খান। তিনি আরো জানান, যদি বোন সুহানা ও মা গৌরী খান কে পোশাকহীন অবস্থায় দেখতে তার আপত্তি থাকে, তবে এ ক্ষেত্রে তারাও স্বছন্দ বোধ নাই করতে পারে তাকে পোশাক বিহীন অবস্থায় দেখতে।

এই যুক্তির ওপর নির্ভর করেই ছেলে আরিয়ান কে শার্টলেস দেখতে পছন্দ নয়, বরং বলা ভালো তিনি থাকতে দেন না তাকে।

নেট দুনিয়ায় হোক বা কোনো সাক্ষাৎকারে তিনি বরাবরই নারীদের প্রতি বিশেষ সন্মান প্রদর্শন করে কথা বলেছেন। যা বরাবরই তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments