Dhanteras 2023 : দূর্গা পুজোর পর কালীপুজো আবারও উৎসবের রেশ নিয়ে ফেরে। সাড়া পশ্চিমবঙ্গ জুড়ে কালি পুজো অনুষ্ঠিত হয়। যদিও এখন ভারতের বিভিন্ন স্থানে মা কালির আরাধনার করা হয় রীতি মেনে। কালি — শ্যামা নামেও পরিচিত। শক্তি আরাধনায় মত্ত হয় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন। মা কালি শক্তি, সাহস এর প্রতীক। তিনি আসেন আলোর বার্তা নিয়ে সমস্ত অন্ধকার নিঃশেষ করতে ও শুভর সূচনার করতে। বলা হয় দেবী কালি জীবনের তমসা কাটাতে সিদ্ধহস্তা। অমাবস্যার রাতের আঁধার ঢাকতে রশ্মীময় করা হয় চতুর্দিক। ধনতেরাস,কালিপুজো, দীপাবলী,তাঁর পর ভাইফোঁটা সব মিলিয়ে উৎসবের আমেজ উৎযাপিত হয়। তবে এই উপাচার গুলি ক্ষেত্রে সঠিক নিয়ম, সময়, দিনের ওপর নিভরশীল।
২০২৩ এ কবে হতে চলেছে ধনতেরাস,কালি পুজো, দীপাবলি, ভাইফোঁটা সবটা জেনে তবেই পালন করুন আপনার উৎসব।
ধনতেরাস সময় ও তিথি : Dhanteras 2023
ধনতেরাস একটি বিশেষ দিন অবাঙালি তথা বাঙালিদের কাছে। এই দিন বিভিন্ন ধাতু মানুষ কিনে আনে তাঁর গৃহে লক্ষী ও কুবেরর আশীর্বাদ পাওয়ার আশায়। ধনতেরাস অনুষ্ঠিত হতে ২৩ শে কার্তিক ১৪৩০ শুক্রবার অর্থাৎ ১০ ই নভেম্বর ২০২৩।
সময় সূচি : ১০ ই নভেম্বর শুক্রবার ১২.৩০ শে ত্রয়োদশী তিথি শুরু হবে এবং শেষ হবে ১১ নভেম্বর শনিবার দুপুর ২.০০ সময়।
কালীপুজো : Kali Puja 2023
Kali puja 2023: শ্যামা মায়ের পুজো হতে চলেছে ২৫ শে কার্তিক ১৪৩০, রবিবার অর্থাৎ ১২ ই নভেম্বর ২০২৩।
সময়সূচি : অমাবস্যা শুরু হবে ১২ ই নভেম্বর ২০২৩ রবিবার দুপুর ২.২৫ মিনিটে ও আমাবস্যা শেষ হবে ১৩ ই নভেম্বর ২০২৩ সোমবার দুপুর২.৫৭ মিনিটে।
ভাইফোঁটা : Bhai Phota 2023
Bhai Phota : ভাইফোঁটা বাঙালির আবেগ। এদিন যমের দুয়ারে কাঁটা দিয়ে প্রত্যেক বোন — দিদিরা তাঁর দাদা, বা ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করে চন্দনের ফোটা পরিয়ে দেয় কপালে। এই আনন্দমাখা দিনটি পরিবারের সকলে মিলে একসাথে পালন করে। এই ফোটা দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। এই বিশেষ দিনটি ভাতৃদ্বিতীয়া নামে পরিচিত।
ভাইফোঁটার সময়সূচি : ২৮ শে কার্তিক, ১৪৩০ অর্থাৎ ১৫ ই নভেম্বর, বুধবার ২০২৩।
দ্বিতীয়া তিথি শুরু ১৪ ই নভেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুর ২.১৫ মিনিটে ও ভাইফোঁটা তিথি শেষ হবে ১৫ ই নভেম্বর ২০২৩ বুধবার দুপুর ১.৪৫ এ।
আরও পড়ুন –
- শিব ও পার্বতীর প্রেম ও বিয়ের গল্প – লেখিকা অনামিকা
- ঝকঝকে ও সুস্থ্য সুন্দর দাঁতের জন্য ঘরোয়া টিপস
- এবার ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ ৭০ হাজার টাকা
- ইনস্টাগ্রাম থেকে ঘরে বসে নিশ্চিত টাকা আয় করবেন কিভাবে
- সোমবারে এইভাবে শিব পূজা করলেই সমস্ত ইচ্ছা পূর্ণ হবে