Europe Football Clubs: বিশ্ব ক্লাব ফুটবলে চলছে বছরের দ্বিতীয় দলবদলের মৌসুম। শীতকালীন এই দলবদলে ইউরোপের প্রতিটি ক্লাবের লক্ষ্য বাকি মৌসুমের জন্য ঘাটতি পুষিয়ে নেয়া। সেই লক্ষ্যে ইউরোপের ক্লাবগুলো আঁটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে। আর এই শীতকালীন দল বদলে তরুণ এবং তারকা ফুটবলারদের দিকে চোখ দিচ্ছে শীর্ষ ক্লাবগুলো।
চেলসি ইংলিশ প্রিমিয়ার লীগে খুব একটা ভালো যায়গায় না থাকলেও, বেশ কয়েকজন ফুটবলারকে দলে টানার চেষ্টা করছে চেলসি। নতুন কোচ গ্রাহাম পটারের অধীনে ঘুরে দাড়ানোর জন্য
দলে টানতে পারেন কাতার বিশ্বকাপের উদীয়মান তারকার পুরষ্কার পাওয়া এনজো ফার্নান্দেজকে। আর্জেন্টাইন এই তারকা মিডফিল্ডারের চেলসিতে যোগ দেয়াটা এখন অনেকটাই নিশ্চিত। চেলসির প্রস্তাবে সম্মতিও জানিয়েছে ফার্নান্দেজ। ফলে বেনফিকার সাথে আর্থিক হিসাব-নিকাশ চূড়ান্ত করলেই পর্তুগাল থেকে লন্ডনে পাড়ি জমাবেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
তাছাড়া আরেক তরুণ ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে চেলসি। মোনাকোর সাথে ফরাসি ফুটবলার বেনোত বাদিয়াশিলের সাথে চুক্তি সম্পন্ন করেছে ব্লুসরা। দ্যা অ্যাটলেটিকের খবর অনুযায়ী, ২১ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য ৩৮ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে চেলসিকে। সেই সাথে শাখতার দোনেৎস্কের উইঙ্গার মিখাইলো মুদরিকের সাথে আর্সেনালের চুক্তির পথে বাঁধা হয়ে দাড়াতে পারে লন্ডনের ক্লাবটি। গানারদের দেয়া ৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইউক্রেনের ক্লাবটি। আর সে সুযোগটা কাজে লাগিয়ে আর্সেনালের পছন্দ করা ফুটবলারকে চেলসি ছিনিয়ে নিতে পারে বলে জানিয়েছে দ্যা গার্ডিয়ান। Europe Football Clubs
শীতকালীন দলবদলের এই মৌসুমে বেশ তোড়জোড় দেখা যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেরও। এরইমধ্যে আর্সেনালের তরুণ তারকা বুকোয়া সাকার দিকে নজর রয়েছে তুরিনের বুড়িদের। দেশটির প্রভাবশালী গণমাধ্যমের খবর অনুযায়ী, সাকাকে দলে ভেড়াতে ট্রান্সফার ফির সাথে দুসান ভ্লাহোভিচকে জুড়ে নতুন প্রস্তাব দেয়া হতে পারে আর্সেনালকে। সেক্ষেত্রে গ্যাব্রিয়েল জেসুসের শূন্য জায়গা পূরণের মতো একজন ফুটবলার পেয়ে যাবে আর্সেনাল। Europe Football Clubs
এদিকে, কাতার বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের চোখ পড়েছে মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনোর উপর। নিউক্যাসল থেকে ধারে আসা মার্টিন দুবরাকাকে ক্লাবে ফিরিয়ে নেয়ার গোলরক্ষকের সংকটে পড়েছে রেড ডেভিলসরা। ফলে বোনোর দিকে ঝুঁকতে পারে এরিক টেন হাগের দল। অবশ্য জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও পেতে চায় বোনোকে। সুতরাং বোনেকে পাওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্র্যায়ান মিউনিখের সঙ্গে লড়াইটা ভালোই বেঁধেছে।
অন্যদিকে ম্যানচেস্টার সিটির লক্ষ্য রয়েছে বার্সেলোনার তরুণ তারকা আনসু ফাতির উপর। গোল ডটকমের তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সীএই স্প্যানিশ ফুটবলারের জন্য কাতালান ক্লাবটিকে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে সিটি।
আরও পড়ুন –
- শনি ও রাহুর একসাথে? রাজা না ভিখারী, আলোচনায় শ্রী বিভাস শাস্ত্রী
- এই বিশেষ রেখাটি হাতে থাকলে নিয়ে আসে প্রচুর সম্পদ
- তুলসী পাতার এই টোটকা মুক্তি দেবে অনেক সমস্যা থেকে
- রোজ ডিম খাচ্ছেন ? অজান্তেই ডেকে আনছেন শরীরে বিভিন্ন রোগ