Sunday, December 10, 2023
Homeআজানা কথা২৬ আগষ্ট রডা অস্ত্র লুন্ঠনের ১০৯ তম বর্ষপূর্তি পালনে প্রস্তুতি তুঙ্গে

২৬ আগষ্ট রডা অস্ত্র লুন্ঠনের ১০৯ তম বর্ষপূর্তি পালনে প্রস্তুতি তুঙ্গে

26th August Roda Astragar lunthan : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ২৬ শে আগষ্ট একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯১৪ সালের ২৬ শে আগষ্ট রডা কোম্পানির অস্ত্র লুন্ঠন হয়। এ ধরনের অস্ত্র লুন্ঠনের ক্ষেত্রে এটি প্রথম প্রয়াস ও প্রায় সফল প্রয়াস। রডা কোম্পানির অস্ত্র লুন্ঠনের পরিকল্পনা ও অস্ত্র লুন্ঠনের মূল নায়ক ছিলেন হাওড়া জেলার আমতা থানার রসপুর গ্ৰামের শ্রীশ চন্দ্র মিত্র ওরফে হাবু মিত্র।

পরিতাপের বিষয় এই দিনটির ইতিহাস, হাবু মিত্রর আত্নত্যাগ আজ ও সরকারি ভাবে উপেক্ষিত থেকে গেছে।
১৯৮৩ সালে আমতা থানার রসপুর পিপলস লাইব্রেরীর উদ্যোগে গঠিত হয় বিপ্লবী শ্রীশ চন্দ্র (হাবু) মিত্র স্মৃতি রক্ষা সমিতি। এই সমিতির উদ্যোগে ২৬ শে আগষ্ট রসপুর পিপলস লাইব্রেরীর অডিটোরিয়াম কক্ষে রডা অস্ত্র লুন্ঠনের ১০৯ তম বর্ষপূর্তি পালন উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে।

– জেনে নিন গণেশ চতুর্থীতে এই কাজগুলি করলে আসবে সংসারে সুখ ও সমৃদ্ধি –

রডা অস্ত্র লুন্ঠনের (Roda Astragar lunthan) ১০৯ তম বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে ২৬ শে আগষ্ট ২০২২ উপস্থিত থাকবেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী, আমতা ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমতা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, আমতা থানার সি আই, আমতা থানার ও সি, রসপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Reporter,
অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

আরও পড়ুন – দেখুন আমাদের শর্ট ফিল্ম ‘অজানা উত্তম’

 

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments