অনেকেই ক্যাকটাস দিয়ে ঘরের ভিতর সাজান। ভুলেও যায় গাছটি কে ঘরের ভিতরে রাখবেন না। ক্যাকটাস পরিববারের মধ্যে অশান্তি ঘটায় ও পারিবারের সদস্যদের মধ্যেও ঝগড়া বিবাদ তৈরী করে।এই গেছের প্রভাব বাড়ির জন্য অতন্ত্য অশুভ।
আজকাল অনেকেই ঘরের অন্দরে সজ্জায় বিভিন্ন গাছের ব্যবহার করেন। দেখতে সুন্দর লাগলেও কিছু গাছ বাস্তুগত দিক দিয়ে ঘরের মধ্যে রাখা উচিত নয়। সেই সমস্ত গাছের খারাপ প্রভাবের ফলে আর্থিক, মানসিক ও শাররিক ক্ষতির সম্ভাবনা থাকে, এমনকি ঘরের অশান্তি ও শুরু হয়ে যায়।
- বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে সবার আগে তুলসী গাছ লাগানো উচিত। এই গাছ খুবই শুভ গৃহের শান্তির জন্য। বাড়ির উত্তর, উত্তর পূর্ব বা পূর্ব দিকটি হলো তুলসী গাছ লাগানোর জন্য আদর্শ স্থান বা দিক।
- লাকি বাম্বু ট্রি দেখতে যেমন সুন্দর তেমনি ফেং শুই মতে এটি অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয় এবং এই গাছের বিশেষ তাৎপর্য ও আছে। ফেংশুই মতে এই গাছ থেকে প্রচুর পজেটিভ এনার্জি নির্গত হয়।
আরও পড়ুন – টিকটিকি নিরাময়ের জন্য কিছু ঘরোয়া টোটকা
- ফেং শুই মতে মানিপ্লান্ট হলো এমন একটি গাছ যা ভাগ্য কে সদা সুপ্রসন্ন রাখে, ও কখনো আপনার জীবনে টাকা পয়সার অভাব আনতে দেয় না। এই ছোট লতানে গাছটিকে সৌভাগ্যর প্রতীক রূপে ভাবা হয়। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই গাছটি লাগানো উচিত।
- অনেকেই ক্যাকটাস দিয়ে ঘরের ভিতর সাজান। ভুলেও যায় গাছটি কে ঘরের ভিতরে রাখবেন না। ক্যাকটাস পরিববারের মধ্যে অশান্তি ঘটায় ও পারিবারের সদস্যদের মধ্যেও ঝগড়া বিবাদ তৈরী করে।এই গেছের প্রভাব বাড়ির জন্য অতন্ত্য অশুভ।
- সুগন্ধি ফুলের গাছ সবসময় বাড়িতে লাগানো উচিত। জুঁই, চাপা ও বেলফুলের মিস্টি গন্ধে আপনার ঘরকে মুখরিত করে রাখতে লাগিয়ে ফেলতে পারেন এইগাছ গুলো। লিভিং রুম, অর্থাৎ বসার ঘরের কণা সাজিয়ে ফেলতে বাস্তু শাস্ত্র অনুমতি দেয় পাম ট্রি লাগানোর জন্য। রাখতেই পারেন রবার প্লান্ট বা পিস লিলি।
আপনার অন্দর মহল হোক সুস্থ, সুন্দর, রুচিপূর্ণ ও বাস্তু দ্বারা সুরক্ষিত।

- Bajra Roti vs Jowar Roti: Which Millet Roti Is Better for Weight Loss?
- Inspirational Women Story: Elderly Bikers Conquer Nathula Pass
- Why Indian Restaurants Want To Quit Food Delivery Apps: Survey Reveals









