নেইমার কে বিক্রির সিদ্ধান্ত পিএসজির!

নেইমার

নেইমারের প্যারিস-অভিযান কি তবে শেষই হয়ে যাচ্ছে? স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের দেওয়া খবরকে সত্য ধরে নিলে এ বছরের জুনেই থেমে যাচ্ছে নেইমার-পিএসজির যুগলবন্দী।

সংবাদমাধ্যমটি বলছে, স্কোয়াড পুনর্গঠন ও বেতন–ভাতায় সামঞ্জস্য আনতে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। তবে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে কেউ কিনতে চাইলে সেই ক্লাবকে খরচ করতে হবে ১০ কোটি ইউরো।

পিএসজি এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছে এমবাপ্পে ও মেসিকে ধরে রাখার ওপর। মেসি গত বছরের মে মাসে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছে। প্যারিসের ক্লাবটির আশা, জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আবার চুক্তিবদ্ধ হবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। এর মধ্যে বিশ্বকাপ জিতে প্যারিসে ফিরে গার্ড অনারও পেয়েছেন মেসি।

স্পোর্ট বলছে, পিএসজি কর্তৃপক্ষের চাওয়া হচ্ছে নেইমারকে বিক্রির পর যে টাকা বাঁচবে, তা দিয়ে এমবাপ্পেকে ধরে রাখার পাশাপাশি মেসিকে বড় অঙ্কের বেতন দেওয়া।

সম্প্রতি ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোনালদোর মতো মেসির চোখ এখন সৌদি আরবের দিকে। ‘এলএম টেন’কে কিনতে নাকি মরিয়া হয়ে মাঠে নেমেছে সৌদি ক্লাব আল হিলাল।
সে উদ্যোগকে রুখে দিতেও মেসির জন্য বড় অঙ্কের টাকা হাতে রাখতে হবে পিএসজিকে।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –