যে সব কারণে পেলের ১০ নম্বর জার্সি অবসরে যাচ্ছে না

pele jersey number ten not going to retired

Pele: কিংবদন্তি ফুটবলারদের জার্সি নম্বর তুলে রাখার রীতি বেশ পুরনো। যেমন, পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সিটাও চিরদিনের জন্য তুলে রেখেছে তার খেলোয়াড়ি জীবনের শেষ দিকের ক্লাব নিউইয়র্ক কসমস। ডিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানিয়ে নাপোলি তাদের ১০ নম্বর জার্সিটা তুলে রেখেছে অনেক আগেই।

তবে যে ক্লাবে খেলে তিনি পেলে হয়ে উঠেছেন, সেই সান্তোস কি ওদের বিখ্যাত ১০ নম্বর জার্সিটা তুলে রাখবে? পেলে অন্তলোকে যাওয়ার পর এ প্রশ্নটা আরও বেশি করে উঠছে।

সান্তোসের সভাপতি আন্দ্রেয়াস রুয়েদা আগে একবার বলেছিলেন, ১০ নম্বর জার্সিটা তুলে রাখার পরিকল্পনা আছে তাদের, তবে সে জন্য বোর্ড সভা করে সিদ্ধান্ত নিতে হবে।

কিন্তু গত শনিবার আন্দ্রেয়াস রুয়েদা জানিয়েছেন, পেলের ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। কারণ হিসেবে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে রুয়েদা জানান, তারা ২০১৭ সালে দেওয়া পেলের একটি সাক্ষাৎকার খুঁজে পেয়েছেন। যেখানে এক সাংবাদিক পেলেকে প্রশ্ন করেছিলেন, সান্তোস তার ১০ নম্বর জার্সিটা তুলে রাখতে চাইলে তিনি খুশি হবেন কি না? উত্তরে পেলে জানিয়েছেন, এটা কেউ কেউ পরলেই তিনি বেশি খুশি হবেন। Pele

রুয়েদার বলেন, পেলের জার্সিটি তুলে রাখা হোক তিনি তা পছন্দ করেননি। আমরা তাঁর এই ইচ্ছাকেই সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।

তবে ভবিষ্যতে সান্তোসের বোর্ড যদি চায়, ওঁরা নিজেদের মত পাল্টাতে পারে। আপাতত তার নেতৃত্বে এই বোর্ড পেলের ইচ্ছাকেই সম্মান জানাতে চায়, বলেন রুয়েদা।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –