অল্প মূলধন নিয়েই কাগজের প্লেটের ব্যবসা । মাস গেলে আয় হাজার হাজার টাকা ।

অল্প মূলধন নিয়েই কাগজের প্লেটের ব্যবসা

ব্লগের টাইটেল দেখেই আপনি হয়তো বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাইছি ?  চলুন তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করা যাক । আমরা  বাঙালিরা পূজা পার্বণে মেতে থাকি । যেটা বলা যায় বারো মাসে নাকি তেরো পার্বণ । যেকোনো অনুষ্ঠানে না পূজা পার্বণে  আমরা কাগজের প্লেট বা থালা ব্যবহার করে থাকি ।  যেগুলি পরিবেশ দূষণ থেকে মুক্ত করে । এছাড়াও খরচ খুবই কম ।  চলুন তাহলে কিভাবে ব্যবসাটি শুরু  করা যায় নিন্মলিখিত কিছু পয়েন্ট অনুযায়ী আলোচনা করা হল । 

অল্প মূলধন নিয়েই কাগজের প্লেটের ব্যবসা । মাস গেলে আয় হাজার হাজার টাকা ।

কত টাকা প্রয়োজন হয় এই ব্যবসা  শুরু করতে ? 

এই ব্যবসা  ছোট করে করা যেতে পারে অথবা বড় করে । আমি আপনাদের বলব যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে বড় করে করতে পারেন । আর যদি বাজেট অল্প থাকে তাহলে ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন । 

 

তাহলে প্রথম পদক্ষেপ আপনার একটা মেশিন কেনা ।  যেটা দিয়ে আপনি তৈরি করবেন প্লেট । এটা তিন ধরনের হয়ে থাকে । 

১. একটা হল হাতে চাপ দিয়ে তৈরি করতে হয় যেটাকে হ্যান্ডফ্রেস মেশিন বলে 

২. আরেকটি হলো অটোমেটিক মেশিন

৩.  আরেকটি হলো হাইড্রোলিক মেশিন 

 

আপনি এগুলো কিনতে পারবেন কলকাতা বড় বাজার থেকে । অথবা কিছু বড় বড় দোকানে যেখানে মেশিন বিক্রি হয় ।  ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে আপনি হ্যান্ড প্রেস মেশিন পেয়ে যাবেন ।  ৪০ থেকে ৬০০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন অটোমেটিক মেশিন ।  এক লাখের মধ্য পাবেন হাইড্রোলিক মেশিন । 

 

কিভাবে বানানো হয় ?  কি কি প্লেট তৈরি হয় ?  কতগুলি বানানো  যাবে ?

 

 বিভিন্ন প্রকারের রোল কিনতে পাওয়া যায় , সেই রোল গুলি অটোমেটিক মেশিনে ফিট করে দিলেই প্লেট বেরিয়ে আসবে। আর হাতে তৈরি যে মেশিন গুলো আছে সেগুলোই মোটামুটি ৫০০-৬০০  তৈরি করতে পারবে ।  আর অটোমেটিক মেশিন গুলি প্রতি ঘন্টায় ২৫০০ পেপারের বেশি প্লেট তৈরি করতে পারে । হাইড্রোলিক মেশিন প্রতি ঘন্টায় 4000 থেকে 5000 প্লেট তৈরি করতে পারে ।  ৪ ইঞ্চি থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত  প্লেট তৈরি করতে পারবেন । এই বিজনেস করার জন্য বেশি বড় জায়গার  প্রয়োজন নেই । টেকনিক্যাল সমস্যা যদি হয়ে থাকে সে ক্ষেত্রে যেখান থেকে মেশিনটি কিনবেন ,  সেখান থেকে তথ্যাদি শুনে নেবেন । 

 

কেমন লাভ হয় এই ব্যবসাতে ? 

মনে করুন ,  তিন থেকে চার হাজার মতন লাভ করতে পারবেন  এই ব্যবসা থেকে প্রতিদিন এবং মার্কেটিং স্কিল যদি ভালো থাকে তাহলে আরো বেশি ইনকাম করতে পারবেন । উদাহরন –  ১৬ টাকা লাভ হবে প্রায় ১০০ টি থালা থেকে ।  সে ক্ষেত্রে আপনার প্রোডাকশন এবং হোল সেলারের কেমন দিচ্ছেন তার উপর নির্ভর করে । 

 

মার্কেটিং কিভাবে করবেন ? 

এটা সবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ।  ব্যবসা করতে কে না চায় । তবে অবশ্যই সেটা হতে হবে মার্কেটিং ফ্রেন্ডলি । সবার প্রথমে আপনার যেসব লোকালিটি আছে সেইসব  সমস্ত মুদিখানার দোকানকে টার্গেট করুন। সেখানে ভিজিট করুন এবং আপনার যে প্রোডাক্টগুলো আছে তাদেরকে দেখান।  এছাড়া  আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন বড় হোলসেলার পাইকারি বিক্রেতার কাছে ।  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসার এড দিতে পারেন এবং প্রচার করাতে পারেন । যোগাযোগ করুন ডিজিটাল মার্কেটিং অ্যাড  দিতে – যোগাযোগ । 

 

এই ব্লগে আমরা শিখলাম কিভাবে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে প্লেটের ব্যবসা শুরু করা যায় ।  ধন্যবাদ ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য । 

অল্প মূলধন নিয়েই কাগজের প্লেটের ব্যবসা ।

আরও জানুন –

ইউটিউব চ্যানেল থেকে কিভাবে অনেক অর্থ উপার্জন করছে লক্ষাধিক মানুষ ।

ই-বুক সেলিং করে উপার্জন করুন কোন খরচ ছাড়াই ?

স্টক মার্কেট থেকে কিভাবে উপার্জন করবেন ?