30 সেকেন্ড এর ভিডিওর জন্য ভারত সরকার দিচ্ছে দুই লক্ষ টাকার পুরস্কার। অবাক হচ্ছেন? নিম্নলিখিত কাজ গুলি করলেই আপনিও পেয়ে যেতে পারেন দুই লক্ষ টাকা অবধি পুরস্কার।
ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আসোসিয়েশন পক্ষ থেকে একটি শর্ট ফিল্ম কম্পিটিশন আয়োজন করেছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে তে।
এটি আন্টি টোবাকো স্পট কম্পিটিশন। এই ফিল্ম কম্পিটিশন কিছু নিয়মাবলি হলো –
- এর ডিউরেশন হতে হবে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর মধ্যে।
- এই কম্পিটিশন এ 18 বছরের উর্দ্ধে যে কেউ অংশ নিতে পারে, শুধু মাত্র মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আসোসিয়েশন এর এমপ্লয়ী বা তার রিলেটিভরা কেউ অংশ নিতে পারবে না।
এই প্রতিযোগিতার পুরস্কার :
- প্রথম পুরস্কার দুই লক্ষ টাকা।
- দ্বিতীয় পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
- তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা।
- এছাড়াও থাকছে দশ হাজার টাকার দশটি কনসোলেশন প্রাইজ।
জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 শে জুন 2021।
বিস্তারিত জানার জন্য mygov.in ভিসিট করুন।
- Details of reiki symbols: রেইকি সিম্বলের উৎপত্তি, গুরুত্ব ও কার্যকারিতা
- পিরিয়ডের পর সঠিক সময় প্রেগনেন্সি প্ল্যানিং
- মা কালীর আবির্ভাব কেন হল ? পুরাণের গল্প
- রেইকি থেরাপি দিয়ে রোগ নিরাময় করুন
- ধনতেরাস, কালি পুজো অমাবস্যা, ভাইফোঁটার সঠিক সময় কখন
- পূজোর প্ল্যান । নতুন সিনেমা । অগ্নিকা মিডিয়া ওয়ার্কস