Monday, December 11, 2023
Homeপেশাসরকার 30 সেকেন্ডএর ভিডিও-র জন্য দিচ্ছে দুলক্ষ টাকা, জেনে নিন কী করতে...

সরকার 30 সেকেন্ডএর ভিডিও-র জন্য দিচ্ছে দুলক্ষ টাকা, জেনে নিন কী করতে হবে

30 সেকেন্ড এর ভিডিওর জন্য ভারত সরকার দিচ্ছে দুই লক্ষ টাকার পুরস্কার। অবাক হচ্ছেন? নিম্নলিখিত কাজ গুলি করলেই আপনিও পেয়ে যেতে পারেন দুই লক্ষ টাকা অবধি পুরস্কার।

ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আসোসিয়েশন পক্ষ থেকে একটি শর্ট ফিল্ম কম্পিটিশন আয়োজন করেছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে তে।

এটি আন্টি টোবাকো স্পট কম্পিটিশন। এই ফিল্ম কম্পিটিশন কিছু নিয়মাবলি হলো –

  • এর ডিউরেশন হতে হবে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর মধ্যে।
  • এই কম্পিটিশন এ 18 বছরের উর্দ্ধে যে কেউ অংশ নিতে পারে, শুধু মাত্র মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আসোসিয়েশন এর এমপ্লয়ী বা তার রিলেটিভরা কেউ অংশ নিতে পারবে না।

এই প্রতিযোগিতার পুরস্কার :

  • প্রথম পুরস্কার দুই লক্ষ টাকা।
  • দ্বিতীয় পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
  • তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা।
  • এছাড়াও থাকছে দশ হাজার টাকার দশটি কনসোলেশন প্রাইজ।

জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 শে  জুন 2021।

বিস্তারিত জানার জন্য mygov.in ভিসিট করুন।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments