Saturday, December 9, 2023
Homeআজানা কথারতন টাটা সম্পর্কে এই তথ্য গুলি জানেন? জানলে অবাক হবেন

রতন টাটা সম্পর্কে এই তথ্য গুলি জানেন? জানলে অবাক হবেন


টাটা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা কে এমনি দেশের রত্ন বলা হয়না। তিনি তাঁর জীবনে এমন কিছু করেছেন তার দরুন সকলে ওনাকে নিয়ে গর্বিত অনুভব করেন। তিনি ব্যবসায়িক ক্ষেত্রে অনেক উঁচুতে রয়েছেন তবুও ওনার জীবনে কোন অহংকার নেই। তিনি সব সময় নিজের মাতৃভূমির সঙ্গে জড়িত। ওনার কর্মচারী থেকে সাধারণ মানুষ এমনকি দেশের জন্য এমন উদারতা সকলের থেকে আলাদা করে তুলেছে। আজ আমরা ওনার সম্পর্কে কিছু কথা জানব।

১। রতন টাটা ইন্সটাগ্রামে সবসময় অন থাকেন। ওনার ফোলোয়ার ৩.৫ মিলিয়ন। তিনি তাঁর প্রথম ছবি রাস্তায় বসে তোলা ফটো পোস্ট করেন এবং তার সাথে লেখেন, – এখানে আসার পর অনেক মানুষের সংস্পর্শে আসতে পেরেছি। ইন্টারনেট জড়িত অনেক পরিবারে সঙ্গে ওনার সম্পর্ক হয়ে গিয়েছে। রাস্তাতে বসে তোলা ফটোতে অনেকে অনেক কমেন্ট করেন কিন্তু এক মহিলা ওনাকে ছোটো বলেন। ওনার এই কমেন্ট দেখে রতন টাটার ফলোয়াররা ওনাকে নিয়ে টোল করতে থাকেন। এই পরিস্থিতিতে ওই মহিলা কে বাঁচানোর জন্য তিনি একটা কমেন্ট করেন তাতে লেখেন ওনার মন্তব্য কোন ভুল নেই প্রত্যেক মানুষ ভেতর থেকে বাচ্চা। রতন টাটার এই কমেন্টের পর ওনার ফলোয়াররা ওই মহিলা কে মাপ করে দেন।

২। কোভিড মহামারী যখন সব দেশে ছড়িয়ে পড়েছিল । ভারতে লোকডাউন হয়ে যায়। তার ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার অনেক প্রভাব পড়ে। এবং চিকিৎসা জন্য প্রয়োজনীয় জরুরি কিট, মাস্ক, পিপি কিট কেনার জন্য কেন্দ্র কে ৫০০ কোটি টাকা দান করেছিলেন।

৩। রতন টাটার পশুদের প্রতি বিশেষ দুর্বলতা আছে। বিশেষ করে কুকুরের প্রতি। প্রতিদিন রাস্তায় অনেক কুকুর এক্সিডেন্ট এ মারা যায়। কোন রাস্তার কুকুর দুর্ঘটনায় শিকার যাতে না হয় তার জন্য তিনি এক ইনজিও সাথে মিলে কুকুরদের ধরে তার গলায় রেডিয়ামের ব্লেট বেঁধে দেন। তার ফলে রাতের বেলায় দূর থেকে আসা গাড়ি এটি দেখতে পায়। এছাড়াও কোন পশু দুর্ঘটনায় আহত হলে তার দায়িত্ব নেওয়ার জন্য ইন্সটাগ্রামে আপিল করেন।

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

Most Popular

Recent Comments