Wednesday, November 29, 2023
Homeপেশাফেসবুকে টাকা ইনকাম নিয়ে নতুন সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ

ফেসবুকে টাকা ইনকাম নিয়ে নতুন সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ

ফেসবুকে টাকা ইনকাম নিয়ে নতুন সুসংবাদ দিলেন মেটা কম্পনির সিইও মার্ক জুকারবার্গ। আরো একটি বছর ইন্সটাগ্রাম ও ফেসবুকে ক্রিয়েটরদের নির্দিষ্ট উপার্জন থেকে কোনো ধরনের কমিশন নেওয়া হবে না। অর্থাৎ নির্দিষ্ট কিছু সার্ভিস থেকে অর্জিত টাকা সম্পূর্ণটাই পেয়ে যাবেন ফেসবুকের ক্রিয়েটরা।

মার্ক জুকারবার্গ জানান, ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের রেভিনিউ শেয়ারিংয়ে থাকবেনা মেটা। এই বাড়তি এক বছর পূর্বে মেটা’র ঘোষিত ২০২৩ সালের সাথে আরো একটি বছর যোগ হল। রেভিনিউ শেয়ারিংয়ে মেটা’র এই নতুন সিদ্ধান্ত পেইড অনলাইন ইভেন্ট, সাবস্ক্রিপশন, নিউজলেটার, লাইভস্ট্রিম, ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য।

সুতরাং এসব ক্ষেত্রে অর্জিত সম্পূর্ণ অর্থ ক্রিয়েটরগণ নিজের কাছে রাখতে পারবেন। তবে রিলস ও অন্যান্য ভিডিও থেকে মেটা’র এডভার্টাইজিং রিলেটেড রেভিনিউ এই ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্ল্যাটফর্মের ক্রিয়েটরদের জন্য আরো মনিটাইজেশন আপডেট ঘোষণা করেছেন জুকারবার্গ। ইন-অ্যাপ টিপিং সিস্টেম, Stars ফিচারটি এক্সপ্যান্ডন্ড করা হবে, যাতে আরো ক্রিয়েটরগণ এটি ব্যবহার করতে পারে। এছাড়া রিলস বোনাস প্রোগ্রাম আরো অনেক ব্যবহারকারীর জন্য খুলে করা দেওয়ার কথা জানানো হয়েছে।

এসবের পাশাপাশি Instagram NFT এর জন্য সাপোর্ট বাড়াতে যাচ্ছে মেটা। ইন্সটাগ্রামে এই ফিচার নিয়ে গত মাস থেকে পরীক্ষা চালাচ্ছে মেটা। এই ফিচার আরো ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তবে কাদের জন্য এই ফিচার আসতে যাচ্ছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ফেসবুক ও ইন্সটাগ্রাম স্টোরিতে খুব শীঘ্রই NFT Intergrade এর পরিকল্পনার কথাও জানায় মেটা। উল্লেখিত সকল আপডেট ক্রিয়েটর-সেন্ট্রিক লক্ষ্যকে মাথায় রেখে মেটা’র বিশাল ইনভেস্টমেন্ট এর উপর নির্মিত।

এইসব পদক্ষেপ দেখে বুঝা যাচ্ছে টিকটক এর সাথে প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখতে চায় মেটা, তাই এতোসব ক্রিয়েটর-নির্ভর ফিচার আসছে মেটার প্ল্যাটফর্মগুলোতে। ক্রিয়েটরগণ কোম্পানিটির স্বপ্নের মেটাভার্স তৈরীতে সাহায্য করছে, যাথেকে ক্রিয়েটরদের আয়ের ৪৮% পর্যন্ত মেটা পেতে পারে।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments