IRCTC সুযোগ দিচ্ছে নিজের বাড়ী থেকে স্থায়ী উপার্জনের

earn money from home opportunity from IRCTC-khobor-dobor

এই লোকডাউন এ ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে অর্থনৈতিক অবস্থা। একপ্রকার বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কম বেশী সকলকেই। জীবিকা, পেশা, চাকরি হারানো বা টালমাটাল অবস্থার শিকার হয়েছে জনমানব। কিন্তু এই প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে উপার্জন সম্ভব সেটাই এবার জানাতে চলেছি।

মাস ফুরানোর আগেই টাকা ফুরিয়ে যায়। কমন সমস্যা এটা একটা। স্থায়ী উপার্জনের মাধ্যম হয়ে আপনাকে রাস্তা দেখাবে এখন IRCTC খুব সহজভাবেই মাসের শেষে উঠে আসতে পারে বড়ো মাপের ইনকাম। 80 হাজার টাকা পযন্ত ইনকাম করতে পারেন আপনি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering & Tourism Corporation) এর বুকিং এজেন্ট হয়ে কাজ করা শুরু করলে। সঠিক তথ্য ও পদ্ধতি জেনে নিয়ে শুরু করতে পারেন আপনার মাসের অতিরিক্ত ইনকাম।

করোনাকালীন সময় বা তার পরবর্তী অবস্থায় ভারতীয় রেলওয়ের সমস্ত টিকিট কাটা হয় প্রায় অনলাইন এর মাধ্যমে। এই অতিমারী পরিস্থিতিতে কেউ দীর্ঘ লাইন এ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টিকিট কাটতে রাজি নয়। বর্তমান একটি সমীক্ষায় দেখা গেছে যে ভারতীয় রেলের 55% টিকিট এখন অনলাইন এ কাটা হয়। যদি মনে করেন তো নিজেকে এই পদ্ধতির অন্তর্ভুক্ত করতে পারেন। এবং কয়েক মিনিট এর কাজের মাধ্যমে আপনার মাস শেষের উপার্জন হয়ে উঠতে পারে চমকদার

IRCTC তে নিজেকে অন্তর্ভুক্ত করার নিয়ম গুলি নিম্নলিখিত করা হলো………

  • সর্ব প্রথম অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম ফিলাপ করতে হবে।
  • নিজের সমস্ত নথির স্ক্যানড কপি ও স্বাক্ষরিত এপ্লিকেশন ফ্রম জমা করতে হবে।
  • সমস্ত নথির ভেরিফিকেশন এর পর IRCTC আপনাকে IRCTC —ID তে সরাসরি 1,180 টাকা পাঠাবে।
  • তারপর আপনার জন্য একটি ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা হবে।
  • ডিজিটাল সার্টিফিকেট আপনার কাছে এলে আপনাকে IRCTC এর জন্য ফি জমা করতে বলা হবে।
  • ফি সঠিকভাবে জমা হলে আপনার মেইল আইডি তে IRCTC সব ক্রেডেনসিয়াল মেইল করে দেবে।

এবার আপনি IRCTC র এজেন্ট হয়ে টিকিট কাটতে পারবেন।

আপনার এই কাজের জন্য আপনার থেকে প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, নিজের ছবি, অফিসের ঠিকানার প্রমান, আপনার নিজের ঠিকানাও প্রমাণ রেজিস্ট্রেশন অফ ডিফ্লোরেশন ফর্ম প্রয়োজন।

IRCTC এজেন্ট হয় আপনি যত ইচ্ছা টিকিট কাটতে পারবেন। এক বছরের এজেন্সির বাবদ আপনার কাছ থেকে 3,999 টাকা ও দু’বছর বাবদ 6,999 টাকা চার্জ নেবে IRCTC।

আপনি 100 টি টিকিট কাটলে আপনার থেকে 10 টাকা প্রতি টিকিট 101—300 টিকিট কাটলে 8 টাকা প্রতি টিকিট ও 300 টির বেশি টিকিট কাটলে আপনার থেকে 5 টাকা করে চার্জ কাটা হবে।

একজন IRCTC এজেন্ট হিসাবে অনেকগুলো টিকিট একসাথে কাটার পারমিশন থাকবে আপনার। এছাড়া আপনার অনলাইন একাউন্ট দ্বারা বিমানের টিকিট আপনি খুব সহজে করতে পারবেন। টিকিট কাটার নির্ধারিত সময়ের 15 মিনিট পর থেকে আপনি আপনার টিকিট কাটতে পারবেন।